
The Truth of Bengal: আসন্ন পুজোয় ভ্রমণের তালিকায় রাখতে পারেন ডুয়ার্সকে। ঘুরে আসতে পারেন ডুয়ার্সের রকি আইল্যান্ডে। সামসিং থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে রকি আইল্যান্ড অবস্থিত। শিলিগুড়ি থেকে এখানকার দূরত্ব ৮০ কিলোমিটার।রকি আইল্যান্ডের পাশ দিয়ে যে পাহাড়ি নদী বয়ে গিয়েছে, সেই নদীর নাম মূর্তি। নদীতে ছড়িয়ে রয়েছে বড় আকারের অনেক পাথর। তারই মধ্যে দিয়ে আপনবেগে বয়ে চলেছে মূর্তি নদী।
রকি আইল্যান্ডে একরাত থাকতে পারেন। এখানে গেলে পাবেন জঙ্গলের স্বাদও। সামসিং থেকে রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাও অপরূপ সুন্দর। রাস্তার পাশে রয়েছে কমলালেবুর বাগান। রকি আইল্যান্ডে পর্যটকদের অনেকেই বেড়াতে আসেন অক্টোবর মাসে।রকি আইল্যান্ডে গেলে নিকটবর্তী পাহাড়ি গ্রামেও ঢুঁ মারতে পারেন। স্থানীয় গ্রামের পাশ দিয়েও বয়ে চলেছে মূর্তি নদী। আর যাঁরা ট্রেকিং করতে ভালোবাসেন রকি আইল্যান্ড তাঁদের কাছে এক আদর্শ গন্তব্য হতে পারে।
রকি আইল্যান্ড থেকে নিকটবর্তী যে জায়গাগুলি অবশ্যই দেখে নেবেন তার মধ্যে রয়েছে নাগ ভ্যালি। রকি আইল্যান্ডে প্রাতঃরাশ সেরে নাগভ্যালি দেখতে বেরিয়ে পড়তে পারেন।ডুয়ার্সের অফবিট ডেস্টিনেশন রকি আইল্যান্ডে গেলে শরীর-মন তাজা হয়ে যাবে, শহরের কোলাহল থেকেও কয়েকদিনের জন্যে হলেও রেহাই মিলবে। তাহলে আর দেরি নয়, বেরিয়ে পড়ুন।