ভ্রমণ

মিঠে রোদ্দুরে মাইথন ভ্রমণ

Maithon tour

The Truth of Bengal: শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের মন টানছে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে । এই শীতল মরশুমে দুপুরে গায়ে মিঠে রোদ লাগিয়ে পিকনিক করার মজায় আলাদা । পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের বরাকার নদীর উপর নির্মিত  মাইথন জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবাক করবে । একই সঙ্গে  পাহাড় জঙ্গল ও জলাধারের সমাবেশ ঘটেছে মাইথনে।প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই জলাধারকে। প্রতি বছরই মাইথন জলাধারে পিকনিক করতে আসে অসংখ্য পর্যটক। কেবল বাংলা থেকে না , প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও দলে দলে আসেন পর্যটকেরা।

এখানে আসলে নৌকাবিহার করতে যেন ভুলবেন না। আসেপাশে শ্বেতশুভ্র হিমালয়ের দেখা নাই বা পেলেন। ছোট নাগপুর মালভূমির ছোট ছোট টিলা এবং সুবিশাল নীল জলাধার দেখে আপনার মন ভরে যাবে। আগত পর্যটকদের দিকে খেয়াল রেখে প্রশাসন থেকে কিছু পরিষেবার ব‍্যবস্থা করা হয় প্রতিবছর। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও দূষণের থেকে রক্ষা পেতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়। মাইথনে আসলে আপনার মনে হবে ছোট আন্দামানে এসে পড়েছেন। মাইথন ড্যামের উপর দিয়ে হেঁটে চলে যেতে বেশ ভালোই লাগবে।

কাছেই আছে একটি ডিয়ার পার্ক ও। সেখানেও আপনি পরিবার নিয়ে চাইলে ঘুরে আসতেই পারেন। মাইথন থেকে অটো ভাড়া করে কাছেই ঘুরে আসুন কয়লা খনি ও কল্যাণেশ্বরী মন্দির। ভাবছেন তো কিভাবে যাবেন? মাইথন যেতে গেলে আপনাকে যেতে হবে হাওড়া থেকে ট্রেনে করে যেতে হবে  আসানসোল সেখান থেকে পৌঁছে যান মাইথন। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক সেরে আবার নিজের গন্তব্যে ফিরে যান। মাইথনে আছে বেশ কিছু সংখ্যক হোটেল তাই আপনি চাইলে রাত্রিযাপন ও করতে পারবেন।

Related Articles