ছোট্ট স্বপ্নের দেশ চকৌরী,ব্যস্ত শহরের দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে একটু সময় নিয়ে বেরিয়ে আসুন
Tourism Chaukori

The Truth of Bengal: উত্তরাখণ্ডের একটি শৈল শহর চকৌরী। পিথরাগড় জেলায় অবস্থিত এই ছোট্ট শৈল শহর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহর। প্রকৃতি যেন এখানে রূপের পশরা সাজিয়ে প্রেমিকের জন্য অপেক্ষায় বসেছে। এক টুকরো স্বপ্নের দেশ বলা যায় এই ছোট্ট শহরকে। এক অপার শান্তি বিরাজমান এই ছোট্ট শহরে। ২০১০ মিটার উচ্চতায় অবস্থিত চকৌরি কয়েকদিনের জন্য আপনার ডেস্টিনেশন হতেই পারে। ব্যস্ত শহরের দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে একটু সময় নিয়ে বেরিয়ে আসুন উত্তরাখণ্ডের এই স্বর্গদ্যানে। সমস্ত ক্লান্তি মুছে এক অপার শান্তি ভরিয়ে তুলবে আপনাকে । চকৌরি…. স্থানীয় মানুষেরা যার নাম দিয়েছেন চকোরি।
পাহাড় আর জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ অঞ্চল। বিস্তীর্ণ চা বাগিচা। ওক, পাইন আর রডোডেনড্রনের ফাঁক দিয়ে দুধ সাদা হিমালয়ের সুউচ্চ প্রাচীর. … সূর্যের আলো পরে চকচক করে। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত মায়াবী মনে রঙিন বসন্ত জাগিয়ে তোলে। উদাসী মনে দোলা দিয়ে যায়। নির্জন এই পাহাড়ি অঞ্চল ভ্রমণ পিপাসু মনকে পাগল করে তুলবেই। এই অপার সৌন্দর্যের মাঝে একবার গেলে ইচ্ছে করবে বারবার সেখানে পৌঁছে যেতে। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন প্রকৃতি এই চকৌরির বুকে এঁকে দিয়েছে। নিরিবিলি এই শহর আর পাঁচটা শহরের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই কোন ব্যস্ততা। দোকান বাজারও নেই তেমন।
পর্যটকদের জন্য এখানে রয়েছে কয়েকটি হোটেল এবং রিসর্ট।ভাবছেন কিভাবে যাবেন? উত্তরাখণ্ডের বাগেশ্বর থেকে চকৌরির দূরত্ব ৫০ কিলোমিটার। আর কৌশানি থেকে এখানকার দূরত্ব ৮৫ কিলোমিটার। আবার আলমোরা থেকেও আপনি পৌঁছে যেতে পারেন এই স্বপ্নের দেশে। যে পথ ধরেই যান গাড়ি পেয়ে যাবেন।প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যেতে যেতে একাধিক মন্দির আপনি দেখতে পাবেন। এখানকার উল্লেখযোগ্য মন্দির গুলির মধ্যে রয়েছে সোমেশ্বরের মন্দির, বাগেশ্বরের মন্দির, বৈজনাথ, গোলু চেতনা দেবীর মন্দির। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়া যাক মন ভাল হওয়ার ছোট্ট এই শৈল শহরের উদ্দেশ্যে।
Free Access