ভ্রমণ

সবুজে মোড়া ঐতিহ্যবাহী আদিবাসী গ্রাম খোনসা

Khonsa is a traditional tribal village surrounded by greenery

Truth Of Bengal: অরুণাচল প্রদেশ:  আপনি কী প্রকৃতি প্রেমী? সবুজ শহরের খোঁজে থাকেন? তাহলে চলুন আজ আপনাকে নিয়ে যাব অরুণাচল প্রদেশের খোনসাতে। আপনি এই স্থানকে প্রকৃতির এক রত্নও বলতে পারেন। এই শহরে পৌঁছালে আপনার মনে হবে প্রকৃতি স্বয়ং আপনার আতিথেয়েতার জন্য অপেক্ষা করছে। তবে চলুন একটা ভালো দিন দেখে খোনসার উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক!

খোনসা আপনাকে শুধু সবুজ না তার পাশাপাশি নদী, পাহাড় সহ বন্য পশুপাখির সুন্দর গানও শোনাবে। এই শহর তার অনন্য ঐতিহ্য, প্রাণবন্ত উৎসব ও স্থানীয় সুস্বাদু রান্নার জন্যও পর্যটকদের কাছে খ্যাতি অর্জন করেছে। খোনসাতে যাওয়ার সব থেকে উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস।

খোনসা শহরে আপনি পাবেন, শ্বাসরুদ্ধকর পাটকাই পাহাড় ঘুরে দেখার সুযোগ। সাথে রয়েছে অতি পুরানো নাগ মন্দির ও শান্ত তিরাপ নদীতে নৌকা যাত্রার সুবর্ণ সুযোগ। এমনকি আপনি এখানে ঐতিহ্যবাহী আদিবাসী গ্রামের অভিজ্ঞতাও পাবেন। সব মিলিয়ে অভিজ্ঞতা সন্ধানী ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ স্থান।

ভাবছেন কীভাবে যাবেন?

খোনসার সব থেকে কাছের রেল স্টেশান হল তিনসুকিয়ায় আর নিকটতম বিমানবন্দর হল ডিব্ৰুগড়, অতএব আপনি ট্রেন ও বিমান দুটিতেই যাত্রা করতে পারেন।

কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য আপনি একাধিক ঘর পেয়ে যাবেন, তাই সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন।

Related Articles