Nokdara: সবুজ জলের লেক! সাক্ষী হতে চলে আসুন প্রাকৃতিক গুপ্তধনে ভরা নোকদারাতে
Green water lake! Come witness the Nokdara full of natural treasures

Truth Of Bengal : শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ঘন সবুজে মোড়া চত্বরে গড়ে উঠেছে সবুজ জলের লেক। সঙ্গে বোটিং এর সুযোগ। আর লেকের উপরিভাগ জুরেরয়েছে নানা গাছের সমাহার। এক কথায় ছবির মতো মনোমুগ্ধকর পর্যটন ক্ষেত্র রয়েছে কালিম্পংএর নোকদারাতে।
ভিও-ঘন সবুজ প্রান্তরের মাঝে শান্ত জলের লেক দেখতে কে না পছন্দ করে। সঙ্গে যদি থাকে বোটিং! এমন অপরূপ দৃশ্য চাক্ষুষ করতে পর্যটকদের গন্তব্য হয়ে ওঠে কালিম্পং এ। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ঘন সবুজে মোড়া চত্বরে গড়ে উঠেছে এই লেক। লেকের জল ঘন সবুজ। লেকের উপরিভাগ জুরে নানা গাছের সমাহার। এক কথায় ছবির মতো এই দৃশ্য ভীষণ মনোমুগ্ধকর পর্যটকদের কাছে। এ কারণে বছরে নানান সময়ে কালিম্পং এর নোকদারা লেকে ভিড় করেন সাধারণ মানুষ। এই চত্বরে রয়েছে একটি বার্ড ভিউ পয়েন্ট যেখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ লক্ষ্য করা যায়। জায়গাটি দেখতে ভীষণ মনোমুগ্ধকর।
এখানে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। সেই হোমস্টে থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে গেলেই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ চাক্ষুষ করা যায়। একে পাহাড়ি পরিবেশের সৌন্দর্য অপরদিকে নানান গাছের সমাহার আর তার মাঝেই এই লেক পর্যটকদেরকে ভাবুক করে তোলে। নানান পাখির কলতানের মাঝেই প্রকৃতির নিস্তব্ধতা এই জায়গাকে মুগ্ধ করে তুলেছে।পাশাপাশি এই চত্বরে রয়েছে একটি চা বাগান। স্যামেবিয়ং টি এস্টেট এর খুব নিকটে। সেখানেও ঢু মারেন ভ্রমণ পিপাসুরা। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এর পরতে পরতে রয়েছে। এর নিকটতম রেলওয়ে স্টেশন এনজেপি। এনজিপি থেকে ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায়।