কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মিস করছেন? হাতে কিছু দিন নিয়ে ঘুরে আসুন গুম্বাদারা থেকে
Explore scenic views of Kanchenjunga from Gumbadara

The Truth of Bengal: বহুদিন পাহাড়ে যাননি? কোথায় যাবেন বুঝতে পারছেন না? চিন্তা নেই, প্রতিদিনই নতুন নতুন ঠিকানার হদিশ দেয়। আর এইরকমই আরও এক নতুন গন্তব্য হল গুম্বাদারা ভিউপয়েন্ট। যেখানে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন আপনি। চোখ খুলেই পাহাড়ের কোন এক ঢাল থেকে দূরের কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব দৃশ্য। এই দৃশ্যের কথা ভাবলেই মনের মধ্যে যেন শিহরণ দিয়ে ওঠে কি তাই তো? কোনও রূপকথার গল্প নয়, এই দৃশ্য সত্যি দেখা যায় গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে। ‘গুম্বা’ শব্দের অর্থ মঠ আর ‘দারা’ শব্দের অর্থ পাহাড়ের চূড়া। চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়। দূর থেকে প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখে আপনার আর শহরে ফিরে আসতে মন চাইবে না।
চাইলে গাড়ি করে যেতে যেতে কিছুক্ষণ এই চা বাগানের বাগিচার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি চা পাতাও তুলতে পারেন। এই গুম্বাদারা তিনচুলে থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই ভিউপয়েন্ট দার্জিলিং থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে এই ভিউপয়েন্টের উচ্চতা ৬৫০০ ফুট। যারা শহরের এই কোলাহল যুক্ত জীবন থেকে একটু শান্ত নিরিবিলি জায়গায় গিয়ে ভাবছেন সময় কাটিয়ে আসতে তারা এই গুম্বাদারাতে যেতেই পারেন। এখানে আপনি চা বাগানের মধ্যে দিয়ে ট্রেক করার সুযোগ ও পেয়ে যাবেন। ট্রেক করার পথে পাইন গাছের ঝাড়ও দেখতে পাবেন আপনি।
এখানে বেশি সংখ্যক জনবসতি নেই। প্রায় ৩০ থেকে ৪০ টি বাড়ি রয়েছে এখানে। গুম্বাদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি দূরের কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ শোভা দেখতে পাবেন তা আর কোথাও গিয়ে পাবেন না। ভাবছেন এখানে যেতে গেলে কিভাবে যেতে হবে? গুম্বাদারা ভিউ পয়েন্টে যেতে চাইলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং। আর সেখান থেকে আপনাকে পৌঁছে যেতে হবে তিনচুলে। আর এই তিনচুলে থেকে অল্প ট্রেক করেই উপরের দিকে উঠতে হবে। থাকার জন্য সরাসরি কোন হোমস্টে নেই । থাকতে চাইলে আপনাকে তিনচুলেতে থাকা কয়েকটি হোমস্টেতেই আসতে হবে।