প্রকৃতির মাঝে পিকনিকের স্বাদ, ঘুরে আসুন কল্যানী পিকনিক গার্ডেন
Enjoy a picnic amidst nature, visit Kalyani Picnic Garden

Truth Of Bengal: চলছে ডিসেম্বর মাস, এই সময় জমিয়ে পিকনিক করার মজাটাই আলাদা। কোথায় করবেন পিকনিক? পৌঁছে যান নদিয়া জেলার কল্যানী পিকনিক গার্ডেনে। পিকনিক করার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি।
ডিসেম্বর এলেই পাহাড় বলুন চাই সমুদ্র যে কোন একটা জায়গায় ঘুরতে যেতে বড়ই মন চায়, আর এই সময় শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিক করার অনুভূতিটাই এক অন্য রকম। যা ভাষায় প্রকাশ করা কঠিন। বেশির ভাগ মানুষ পছন্দ করেন কলকাতার কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে। কিন্তু যাবেন টা কোথায় সেটা কি ঠিক করেছেন? চলুন ১ দিনের জন্য পিকনিক আর ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা থেকে ঘুরে আসি যা অবস্থিত নদিয়া জেলায়। যার নাম কল্যানী পিকনিক গার্ডেন।
এই পার্কে প্রকৃতির সৌন্দর্য দেখার পাশাপাশি পিকনিক করার আনন্দ চুটিয়ে উপভোগ করতে পারবেন। এখানে যেতে গেলে আপনাকে প্রথমে ট্রেনে করে পৌঁছে যেতে হবে কল্যাণী সীমান্ত স্টেশনে। তার পর পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই পার্কে। এই পার্কে প্রবেশ করতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে আপনাকে। তবে যারা পিকনিক করতে যাবেন তাদের জন্য পিকনিক করার আলাদা জায়গা রয়েছে এখানে। পুরো গাছগাছালিতে ভরা পার্ক। এই পার্কের যে দিকেই তাকানো যায় সেইদিকেই দেখা যায় সবুজের বাগান। শীত কাল আসলে এই পার্কে দেখা যায় রঙবেরঙের নানা ফুলের শোভা।
এখানে আলাদা করে ছাউনি দেওয়া ফুলের বাগান আছে। যা দেখতে অসাধারণ। কল্যাণী পিকনিক গার্ডেন যে পার্ক আছে সেটা সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। আর বছরের অন্যান্য সময় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের ৭ দিনই খোলা থাকে এই পার্ক। পার্কের ভিতরে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা করে খেলার জায়গা। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে হাতি ঘোরা ডাইনোসর বাঘ প্রভৃতি জীবজন্তুর স্ট্যাচু দেখা যায়। পার্কের একদম শেষ প্রান্তে রয়েছে মনসা ঠাকুরের মন্দির। তাই দেরি না করে চটপট বন্ধুদের সঙ্গে প্ল্যান করুন আর ঘুরে আসুন এই কল্যাণী পিকনিক গার্ডেন থেকে।