ডেস্টিনেশনে ‘ভুতুড়ে বাংলো’, গা ছমছমে মরগ্যান হাউস …
Destination 'Haunted Bungalows' Morgan House in Kalimpong

The Truth Of Bengal: পাহাড়, পর্বত দেখতে তো অনেকেই যান। তবে গা ছমছমে জায়গায় কেউ কি গেছেন? তাহলে চলুন এমন এক জায়গার খোঁজ দেবো, সেখানে গেলে পাবেন গা ছমছমে পরিবেশ। কালিম্পঙ্গের মরগ্যান হাউসে গেলেই এমন অনুভূতি পাবেন। এককথায় মরগ্যান হাউস হল গা ছমছমে ভূতের বাড়ি। এখানকার নির্জন পাহাড়, মায়াবী কুয়াশা, ভোরবেলা পাখির ডাক, কাছেই গলফ কোর্স সবটাই স্বপ্নের মতো মনে হবে আপনার।
বর্তমানে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন নিগম এই মরগ্যান হাউসটি চালায়। তবে এই জায়গাটি অত্যন্ত আকর্ষনীয়। তবে মরগ্যান হাউসের আরও একটি বাড়তি আকর্ষণ হল ১০১ নম্বর ঘর। সেখানে থাকার বাড়তি সুবিধা হল দরজা দিয়ে বেরিয়ে তিন ধাপের কাঠের সিঁড়ি দিয়ে নেমেই চমৎকার ছাদ বারান্দা। সেই ছাদ বারান্দাই ‘তেনাদের’ সম্ভাব্য দর্শনের কাহিনি নিয়ে অনেক পর্যটক কৌতুহল প্রকাশ করেন। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই মরগ্যান হাউসকে নিয়ে কেন এই ভূতের কাহিনি? আসলে ১৯০০ সালে জর্জ মর্গান এই বাংলো তৈরি করেছিলেন। তিনি ছিলেন পাটের ব্যবসায়ী। মর্গান সাহেব বিয়ের পরে এই বাংলোতে মাঝেমধ্যে থাকতেন।
তবে এই বাংলোটা নিরিবিলি শান্ত পরিবেশ হওয়ায় পর্যটকরাই ভুতুড়ে বাংলো বলেই অ্যাখ্যা দিয়েছেন। তবে আপনি যদি এই মরগ্যান হাউসে যেতে যান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে কালিম্পং । তার পর কালিম্পং থেকে এনজেপি থেকে গাড়ি নিয়ে অথবা কালিম্পং থেকে ২০ টাকার শেয়ার কারে যাওয়া যাবে মরগ্যান হাউস। এই মরগ্যান হাউসে রাত্রিযাপনের জন্য চারপাশে রয়েছে একাধিক রিসর্ট রয়েছে। তাই মন ভাল করতে বা অন্ন্যরকম গা ছমছমে পরিবেশে যেতে চাইলে অবশ্যই ঘুরে আসুন কালিম্পং।
Free Access