ভ্রমণ

সহজসরল জীবনযাপনের মাঝে কয়েকটাদিন ঘুরে আসুন দলগাঁও থেকে

Tourism of West Bengal

The Truth of Bengal: মন চাইলে দলগাঁওতে বেড়াতে যেতে পারেন। এখানে গেলে অনন্য অভিজ্ঞতার অংশীদার হবেন। সপরিবারে ঘুরে আসার আদর্শ জায়গা কালিম্পং এই জেলা থেকে। দলগাঁওয়ের নিসর্গ অপূর্ব। এটি খুব ছোট্ট গ্রাম। আর দলগাঁওয়ের মানুষও সহজসরল। তেমনই সরল জীবনযাপন করেন ওঁরা। দলগাঁওয়ের বাসিন্দারা রাই-গোর্খা কিংবা নেপালি। দলগাঁওয়ে গেলে বিশেষ প্রাপ্তি জলঢাকা নদী। জলঢাকা নদীর পাড়ে বেড়াতে যেতে পারেন।

কীভাবে যাবেন দলগাঁওতে?  নিউ মাল স্টেশন থেকে দলগাঁওতে যেতে পারেন। নিউ মাল স্টেশন থেকে গাড়িতে ঘণ্টা দেড়েকের পথ দলগাঁও। নিউ মাল স্টেশন থেকে দলগাঁওতে যাওয়ার জন্যে গাড়িভাড়া পাবেন। ভাড়ার গাড়িতে চেপেও যেতে পারেন দলগাঁওতে। দলগাঁও সম্পর্কে প্রচার তেমন নেই। এজন্য অনেকেই জানেন না, এই অপূর্ব সুন্দর জায়গা সম্পর্কে। সেকারণে এখানে পর্যটকদের ভিড়ও থাকে না। দলগাঁওতে থাকার বড় কোনও হোটেল নেই। হাতেগোনা কয়েকটি হোম স্টে রয়েছে। আগে থেকে বুক করে গেলে থাকার জায়গা নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না।

দলগাঁওয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীর পাড়েই রয়েছে আশ্চর্য সুন্দর উপত্যকা। এই উপত্যকার নাম ঝালং। ঝালংয়ে রয়েছে একটি হাইডেল প্রোজেক্ট। দলগাঁওতে গেলে মুখের স্বাদ বদলাতে অবশ্যই খাবেন ওয়াচিপা নামের পদটি। ওয়াচিপা সরু চালের ভাতের সঙ্গে দেশি মুরগির মাংস দিয়ে তৈরি করা হয়। খুবই সুস্বাদু খেতে এই ওয়াচিপা। দলগাঁও গ্রামটি আড়াই হাজার ফুট উচ্চতায় অবস্থিত। দলগাঁও গ্রামে রয়েছে কাঠের বাড়ি – বাড়িগুলি দুচোখ ভরে দেখবার মতোই। এছাড়া পাইনের বন, হরেক কিসিমের রংবেরংয়ের ফুলও দলগাঁওতে গেলে দেখতে পাবেন। আর দেরি নয়, কাছেপিঠে ভ্রমণে যেতে চাইলে বেরিয়ে পড়ুন দলগাঁওয়ের দিকে।

Related Articles