ভ্রমণ

গভীর অরণ্যে প্রকৃতির স্বাদ পেতে ঘুরে আসুন চিলাপাতা

Chilapata Forest

The Truth of Bengal: ২০২৩ কে বিদায় জানানোর সময় এবার এগিয়ে আসছে। সামনেই আসছে ২০২৪……বছরের শুরুটাই যদি চান স্মরণীয় করে রাখতে চান তাহলে ঘুরে আসুন আলিপুরদুয়ার জেলার চিলাপাতা বনাঞ্চল থেকে। ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় বনাঞ্চল এটি। এখানে আসলে দেখতে পাবেন সবুজে ঘেরা ঘন জঙ্গল এবং সুন্দর সুন্দর রংবেরঙের ফুল। পাশেই রয়েছে তোর্সা নদী। এছাড়াও ছোট বড় অনেক নদী যেমন কালাচিনি, বুরিবসরা, বেনিয়া। এই বনাঞ্চলে বেশি জন সমাগম নেই তাই নির্জনতায় দু একদিন সময় কাটাতে চাইলে আপনার জন্য সেরা ডেসটিনেশন হতে পারে চিলাপাতা বনাঞ্চল।

জঙ্গলের অপরূপ শোভা দেখতে চাইলে আপনাকে সর্ব প্রথম অনুমতি নিতে হবে রেঞ্জ অফিস থেকে। জঙ্গলের ভিতরে রয়েছে চিতা, হাতি, গন্ডার, হরিণ , বাইসন এছাড়াও কিং কোবরা সাপের উপদ্রপ বেশি এই ঘন জঙ্গলে তাই জঙ্গল সাফারি করলেও অতন্ত্য সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি চান জঙ্গল সাফারি করতে তাহলে আপনাকে সকাল ৫ টা থেকে বিকেল ৫ টার মধ্যে জঙ্গল সাফারি করতে যেতে হবে। এমন কিছু গভীর জায়গা রয়েছে জঙ্গলের ভিতরে যেখানে পৌঁছায় না সূর্যের আলো।

জঙ্গল সাফারি করতে চাইলে আপনাকে নিতে হবে গাইডের সাহায্য। রাত্রে শুনতে পাবেন ঝিঁঝিঁ পোকার শব্দ। ভাবছেন তো কিভাবে যাওয়া যায়? প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চিলাপাতা ফরেস্ট দেখতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান হাসিমারা স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাতে পারবেন চিলাপাতা ফরেস্ট। কোথায় থাকবেন? দুশ্চিন্তার কোন কারণ নেই, থাকার জন্য পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের একটি ইকো ট্যুরিজম রিসর্ট। এছাড়াও কোচবিহারে গিয়ে পেয়ে যাবেন অসংখ্য হোটেল।

Related Articles