
The Truth of Bengal: কলকাতার বেশ কয়েকটি এমন জায়গা আছে যেসব জায়গা বেশ জনপ্রিয় ভ্রমন পিপাসুদের কাছে। কলকাতার বহু মানুষ আছেন যারা এখনও কলকাতারই বহু জায়গা দেখেননি। শহর কলকাতার তেমনই অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল হাওড়ার শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ কলকাতার বিভিন্ন জনপ্রিয় জায়গায় বেড়াতে আসেন। এখানেও কলকাতা সহ অন্যান্য জায়গা থেকে বহু মানুষ আসেন শুধুমাত্র কিছু ভাল সময় কাটাতে। এই বোটানিক্যাল গার্ডেনের সম্পূর্ণ নাম আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান।
যার পূর্ব নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এতি একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। এই সম্পূর্ণ উদ্যানটি ২৭৩ একর আয়তন বিশিষ্ট। এই জায়গাটি জুড়ে বর্তমানে মোট ১৪০০ প্রজাতির ১৭,০০০টি গাছ রয়েছে। এখানের সব থেকে উল্লেখযোগ্য দ্রষ্টব্য হল ২৫০ বছরের প্রাচীন একটি বটবৃক্ষ। জানা যায় এই গাছটির পরিধি ৩৩০ মিটার। এছাড়াও এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, সাল, সেগুন, বট, শিমূল, পিয়াল, এছাড়াও নানান প্রজাতির পাম গাছ।
আবার রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার এর মত বিভিন্ন প্রজাতির গাছ। তবে এই এতো গাছের মাঝে আবার আছে দীর্ঘ রাস্তা দর্শকদের জন্য। এখানে আসতে হলে আপনাকে প্রথমে যেতে হবে হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে মাত্র ৭ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে।