ভ্রমণ

শীতে ডুয়ার্সে ঘুরতে যাচ্ছেন? ভুলেও মিস নয় এই জায়গাটি!

 

শীতকাল মানেই ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমারোহ। এই সময়ে ডুয়ার্সের সবুজ পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল সবকিছুই যেন আরও বেশি করে সুন্দর হয়ে ওঠে। তাই শীতকালে ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অনেকেই।

ডুয়ার্সের পিকনিক স্পটগুলিও এই সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মালবাজার মহকুমার নাগরাকাটার খুনিয়া মোড় থেকে চাপরামারি জঙ্গলের বুক চিরে বয়ে চলা ঝালং যাওয়ার রাস্তায় ঝালং থেকে অনেকটা আগেই অবস্থিত নকশাল পিকনিক স্পটটিও বেশ জনপ্রিয়।

এই পিকনিক স্পটের একদিকে ভুটান পাহাড়, অন্যদিকে রয়েছে পাহাড়ি নদী এবং বড় বড় পাথর। পাশেই রয়েছে রবার বাগান। প্রকৃতির এই মনোরম পরিবেশে পিকনিক করতে আসেন অনেকেই।

যারা পাহাড় পছন্দ করেন না বা পাহাড়ে যেতে সমস্যা হয়, তাদের জন্য এই জায়গাটি বেশ আদর্শ। এখানে পিকনিক করার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর বেঞ্চ। আছে বাচ্চাদের খেলার জন্যও ব্যবস্থা।

Related Articles