ভারতের দ্বিতীয় সম্পদশালী মন্দির নাথদ্বারে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ

The Truth Of Bengal, Mou Basu: ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে প্রচুর শ্রীকৃষ্ণ মন্দির। তীর্থস্থানের পাশাপাশি স্থাপত্যের দিক থেকেও ওই সব মন্দিরের গুরুত্ব রয়েছে। ওই সব মন্দিরের বেশ সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। যেমন, রাজস্থানের উদয়পুরের কাছে রয়েছে সুদৃশ্য নাথদ্বার মন্দির।
ভারতের দ্বিতীয় সম্পদশালী মন্দির হল রাজস্থানের নাথদ্বার মন্দির।সুদৃশ্য মন্দিরে অধিষ্ঠিত কষ্টিপাথরের শ্রীনাথজি অর্থাৎ শ্রীকৃষ্ণ। কথিত আছে, মোগল সম্রাট ঔরঙ্গজেবের রোষানল থেকে বাঁচাতে মথুরা থেকে মেওয়ারে সরিয়ে আনা হচ্ছিল দেববিগ্রহ। চলার পথে শিহরে রথের চাকা বসে যেতে দৈবজ্ঞরা বিধান দিলেন এখানেই অধিষ্ঠিত হতে চান দেবতা। ১৬৬৯-এ দেবতার প্রতিষ্ঠা হয়। তবে বিগ্রহটি ১২ শতকের তেলুগু ব্রাহ্মণ শ্রীবল্লভাচার্যের প্রতিষ্ঠিত। প্রতিদিন
সকাল ৬টা থেকে সাড়ে ৬টা, সাড়ে ৭টা থেকে ৮টা, সাড়ে ৯টা থেকে ৯.৪৫, সাড়ে ১১টা থেকে ১২.০৫, বিকেল ৩.৪৫ থেকে ৪টে, ৪.৪৫ থেকে ৫টা এবং রাত সাড়ে ৮টা থেকে ৯.১৫টা পর্যন্ত মন্দির দর্শন করা যায়।
উদয়পুর থেকে ৪৭ কিমি দূরে নাথদ্বার। ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে রেল ও বিমানপথে যুক্ত উদয়পুর। উদয়পুর থেকে বাসে বা গাড়ি ভাড়া করে চলে আসুন নাথদ্বার। নাথদ্বারে থাকার জন্য মন্দির কর্তৃপক্ষের বেশ কিছু কটেজ ও ধর্মশালা আছে। অনলাইন বুকিং https://www.nathdwaratemple.org । বেশ কিছু বেসরকারি হোটেলও আছে।তবে নাথদ্বারে না থেকে উদয়পুরে থেকে উদয়পুর ভ্রমণের সঙ্গে নাথদ্বার জুড়ে নেওয়া ভালো। উদয়পুরে দেখবেন পিছোলা লেকের পুব পাড়ে সিটি প্যালেস, পিছোলা লেক, ক্রিস্টাল গ্যালারি, ভিনটেজ কার প্রদর্শনী, জগদীশ মন্দির, পিছোলা লেকে জগনিবাস প্রাসাদ, জগমন্দির, সজ্জননিবাস বাগ তথা গুলাব বাগ, পিছোলা লেকের উত্তরে ফতেহ সাগর, ফতেহ সাগরের তীরে সঞ্জয় পার্ক ও আরাবল্লী ভাটিকা, নেহরু পার্ক, মোতি মাগরি পাহাড়ে প্রতাপ স্মারক, ফতেহ সাগরের পুবে বাঁধের নীচে সহেলিয়োঁ কি বাড়ি, শহর থেকে ৫ কিমি পশ্চিমে সজ্জনগড় তথা মনসুন প্যালেস, শহর থেকে ৬ কিমি উত্তর-পশ্চিমে শিল্পীগ্রাম, ৩ কিমি পুবে শিশোদিয়া রাজাদের অতীত রাজধানী পাহাড়ে ঘেরা ‘আহার’।
এছাড়াও উদয়পুর থেকে ২২ কিমি উত্তর-পুবে তথা নাথদ্বার থেকে ২৫ কিমি দূরে একলিঙ্গজির মন্দির, উত্তর-পুবে আরও ২ কিমি যেতে মেওয়ারের অতীত রাজধানী নাগদা। নাথদ্বার থেকে ১৬ কিমি পশ্চিমে আর উদয়পুর থেকে ৪০ কিমি দূরে রাণা প্রতাপ ও চেতকের স্মৃতিবিজড়িত হলদিঘাটি। নাথদ্বার থেকে ১৭ কিমি উত্তর-পুবে বাগিচা, ছত্তিশ আর শ্রীকৃষ্ণমন্দির নিয়ে কাঁকরোলি, কাছেই আছে রাজসমন্দ লেক।