পছন্দসই ছবি দিয়ে বানানো যাবে হোয়াটস অ্যাপের স্টিকার
WhatsApp stickers can be made with favorite images

The Truth of Bengla,Mou Basu: সোশ্যাল মিডিয়া জগতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দারুণ জনপ্রিয়। ডিজিটাল মাধ্যমেও অনেকেই ব্যক্তিগত মত বিনিময়েও চান পার্সোনাল টাচ রাখতে চান। তাঁদের কথা বিবেচনা করেছে মেটা গ্রুপ। এবার থেকে পছন্দসই ছবি ব্যবহার করে মনমতো স্টিকার তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এমনকি, স্টিকার এডিটও করা যাবে। আপাতত iOS প্লাটফর্মে এই সুবিধা পাওয়া যাচ্ছে বলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে হোয়াটসঅ্যাপ।
WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের এডিটিং টুলসের সাহায্যে স্টিকারে ব্যক্তিগত টাচ দেওয়া যাবে। স্টিকারের ওপর আঁকাজোকা, লেখা এমনকি অন্য স্টিকার ওভারল্যাপ করে ওপরে বসানো যাবে। কাস্টম স্টিকার একবার কারোকে পাঠালে তা স্টিকার ট্রেতে সেভ হয়ে যাবে পরে ব্যবহার করার জন্য।
কীভাবে বানাবেন নিজের স্টিকার?
১) টেক্সট বক্সের পাশে সিম্বলে ক্লিক করে স্টিকার ট্রে খুলুন।
২) ”create sticker” অপশন বেছে নিন।
৩) ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি বেছে নিন।
৪) চাইলে লেখা, আঁকা বা অন্য কোনো স্টিকার যোগ করুন।
৫) শেয়ার করুন বাকিদের সঙ্গে নিজস্ব স্টিকার।