প্রযুক্তি

যেমন ইচ্ছা লাগানো যাবে চ্যাট থিম, বেছে নেওয়া যাবে রঙ-ও, নয়া ফিচার আনছে WhatsApp

WhatsApp is bringing new features

Truth of Bengal, মৌ বসুঃ ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার এনে চ্যাটিংয়ের সুবিধা আরও বেশি করে বাড়িয়ে তোলে মেসেজিং অ্যাপ WhatsApp। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার প্ল্যাটফর্ম WABetaInfo জানিয়েছে যে, মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কাস্টম চ্যাট থিম ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে। গত আগস্ট মাসে সর্বপ্রথম এই ফিচারের কথা জানা গিয়েছিল। এরফলে ব্যবহারকারীরা তাদের চ্যাট থিম নিজেদের মতো বেছে নিতে পারবেন।

ব্যবহারকারীরা আলাদা আলাদা চ্যাটের জন্য থিম পরিবর্তন করতে পারবেন। এই পেজে চ্যাটের রং ও ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার পরিবর্তনের অপশনও দেওয়া হবে। অন্যদিকে ব্যবহারকারীরা চাইলে একই সঙ্গে সব চ্যাটের থিম পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এইমুহুর্তে ডিফল্ট, লাইট এবং ডার্ক থিম বেছে নেওয়ার সুযোগ দেয়। তবে গুগল প্লে বিটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৪.২১.৩৪ বিটা ভার্সনে একাধিক নতুন থিম এবং রঙ দেখা গেছে।

WABetaInfo তাদের রিপোর্টে জানিয়েছে যে, ব্যবহারকারীরা ২২ টি ভিন্ন চ্যাট থিম এবং ২০ টি রঙ বেছে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, ভিডিও কলিংয়ের সময় ব্যবহারকারীদের নতুন সুবিধা দিতে নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এবার ভিডিও কলিংয়ের সময় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে লো লাইট মোড ব্যবহার করতে পারবেন। এই নয়া ফিচারের সাহায্যে কম আলোতেও ভালো ভাবে ভিডিও কলিংয়ের সুবিধা মিলবে।

কম আলোতে ভিডিও কলিংয়ের সময় সাধারণত ভিডিওর গ্রেনিনেস বেড়ে যায়। ফলে ভিডিও হেজি বা ঝিরিঝিরে অস্পষ্ট দেখায়। কিন্তু হোয়াটসঅ্যাপের লো ভিডিও মোডে ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। ফলে ভিডিও অস্পষ্ট হবে না। স্থায়ী ভাবে ভিডিও কলিংয়ের সময় লো লাইট মোড চালু করে রাখার সুবিধা নেই। বারবার চালু করতে হবে এই অপশন। হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সানে এই সুবিধা না থাকলেও আইওএস আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে লো লাইট ভিডিও কলিংয়ের মোড চালু হয়েছে।

Related Articles