প্রযুক্তি
Trending

মানবদেহে প্রথম বার ব্রেন চিপ বসানোর কাজে সাফল্য

Success in implanting a brain chip in the human body for the first time

The Truth Of Bengal : মানবদেহে প্রথম বার ব্রেন চিপ বসানোর কাজে সাফল্য মিলেছে, ঘোষণা করলেন ইলন মাস্ক । স্টার্ট আপ সংস্থা নিউরো মানুষের মস্তিষ্কে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি প্রয়োগ করেছে। এই ব্রিন চিপ বসানোর ফলে কী হবে তাই নিয়ে  ভাবছিলেন সারা দুনিয়ার চিন্তাবিদরা। সেই অবস্থায় ইলন মাস্ক আশ্বস্ত করেছেন,প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক। ইলন মাস্ক খুশির খবর দিয়ে জানিয়েছেন রোগী দ্রুত হয়ে উঠেছেন। মানুষের মস্তিষ্কের সঙ্গে ব্রেন চিপের সামঞ্জস্য বিধান করা গেছে। এমন দাবিও করেছেন উদ্যোগী সংস্থার  কর্ণধার। নয়া পদ্ধতি স্থূলতা,হতাশার মতো রোগ সারাতে সাহায্য করবে বলে আশা।

 

FREE ACCESS

 

Related Articles