প্রযুক্তি
স্মার্টফোনকেই ব্যবহার করা যাবে মেট্রোরেলের ভার্চুয়াল স্মার্ট কার্ড হিসাবে
Smartphones can be used as Metrorail's virtual smart cards

Truth Of Bengal: এবার স্মার্টফোনকেই ব্যবহার করা যাবে মেট্রোরেলের ভার্চুয়াল স্মার্ট কার্ড হিসাবে। নগদ না থাকলে বা মেট্রোর স্মার্ট কার্ড হাতের নাগালে না থাকলেও এবার মেট্রোরেলে যাতায়াতে কোনো অসুবিধা হবে না। এমনই অভিনব উদ্যোগের পরিকল্পনা করেছে দিল্লি মেট্রোরেল।
যাত্রীদের সুবিধা দিতে মোমেন্টাম ২.০ নামক মোবাইল অ্যাপ চালু করতে চলেছে দিল্লি মেট্রোরেল কর্পোরেশন। এর মাধ্যমে ভার্চুয়াল স্মার্ট কার্ড সিস্টেম হিসাবে ব্যবহার করা যাবে। এখন কিউ আর কোড মারফত মেট্রোরেলের টিকিট কাটা যায়। কিন্তু সেটায় একবার যাতায়াত করা সম্ভব।
ভার্চুয়াল স্মার্ট কার্ডে অনেকবার যাতায়াত করা সম্ভব। এটা থাকলে আর কাগজের টিকিট বা স্মার্ট কার্ড সঙ্গে রাখতে হবে না। হ্যাপা কমবে। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে চালু হতে পারে এই নয়া ব্যবস্থা।