জোরকদমে অনলাইনে চলছে ইদ ও চৈত্র সেলের কেনাকাটা, ভুয়ো ওয়েবসাইট কিনা কীভাবে বুঝবেন
Online Eid and Chaitra sale shopping is going on in full swing, how to know if it is a fake website

The Truth Of Bengal, Mou Basu: সামনেই বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ ও খুশির ঈদ। চলছে রমজান মাস। সেইসঙ্গে জোরকদমে চলছে ঈদ ও চৈত্রসেলের কেনাকাটা। ক্রেতা বিক্রেতাদের কেনাকাটায় জমজমাট শহর থেকে গ্রাম, বিভিন্ন বাজার দোকানপাট। কিন্তু এখন অনেকেই গরমের মধ্যে দোকান বাজারে না ঘুরে ঘুরে অনলাইনে কেনাকাটা করা পছন্দ করেন। কিন্তু জালিয়াতির শিকার যাতে না হন তার জন্য যে ওয়েবসাইট মারফত অনলাইনে কেনাকাটা করছেন তা সঠিক কিনা তা যাচাই করা প্রয়োজন। কারণ, হ্যাকাররা এসব অবিকল আসলের মতো নকল ওয়েবসাইট তৈরি করে তার থেকে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে নানান রকম ফন্দিতে জালিয়াতি করতে পারে। তাই সবচেয়ে আগে ওয়েবসাইট আসল কিনা দেখে নিন।
কীভাবে ওয়েবসাইট আসল কি নকল বুঝবেন —
১) ওয়েবসাইটে ভিজিট করার আগে দেখে নিন ভালো করে যে তা https দিয়ে নাকি http দিয়ে শুরু। সব সময় https দিয়ে শুরু ওয়েবসাইট মারফত অনলাইনে কেনাকাটা করবেন। এছাড়াও ওয়েব অ্যাড্রেস ছোট্ট তালা বা লক দিয়ে শুরু কিনা।
২) আসল ওয়েবসাইটের লেখা নকল করে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ফাঁদ পাতে হ্যাকাররা। ওয়েবসাইটের নাম ও URL ঠিকঠাক টাইপো বা ফন্টে লেখা আছে কিনা সেটা দেখে নিন।
৩) ভুয়ো ওয়েবসাইটে ক্রেতাদের নজর ঘোরাতে হ্যাকাররা পপ মেসেজ, ফ্ল্যাশ ওয়ার্নিং, আবেগসূচক চিহ্ন দিয়ে মেসেজ পাঠাতে থাকে। সে সব মেসেজ খালি ভেসে ওঠে।
৪) প্রাইজ, কুপনের নানা অফার পাশাপাশি অন্য সন্দেহজনক ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার মেসেজ আসবে ভুয়ো ওয়েবসাইটে।
৫) ব্রাউজারে যদি ওয়েবসাইট নিরাপদ নয় এমন সতর্কবার্তা আসে তাহলে তা এড়িয়ে যাবেন না।
৬) ওয়েবসাইটের URL দেখে নেবেন। হ্যাকাররা ভুয়ো ওয়েবসাইটে অতিরিক্ত শব্দ বা ভুল শব্দ জুড়ে দেয়।
৭) ওয়েবসাইটের যোগাযোগের মাধ্যম, ফোন নম্বর, ঠিকানা দেখে নেবেন।
৮) ওয়েবসাইট ও বিক্রিত পণ্যের রিভিউ বা পর্যালোচনা ভালো করে দেখুন।