বাজারে আসল বাজেটের মধ্যে নোকিয়ার নয়া ফিচার ফোন
New feature phone from Nokia in the real budget in the market

Truth of Bengal, মৌ বসু: দাম কম অথচ বাজেটের মধ্যে সাশ্রয়ী মূল্যের পকেট ফ্রেন্ডলি ফিচার ফোন যাঁরা কিনতে চান তাঁদের কথা ভেবে এইচএমডি গ্লোবাল সাশ্রয়ী মূল্যের নোকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন বাজারে আনল। এর নাম নোকিয়া ১১০ ৪জি ২০২৪। এই ফোনে আছে ৪জি কানেক্টিভিটি সহ ২ ইঞ্চি ডিসপ্লে।
নোকিয়া ১১০ ৪জি ২০২৪ এর দাম এইচএমডি গ্লোবাল এখনও কিছু জানায়নি। নোকিয়া ১১০ ৪জি ২০২৩ এর ভারতে দাম রাখা হয়েছিল ২,৩৯৯ টাকা। আশা করা যায়, নতুন মডেলের দাম আশপাশেই থাকবে। নোকিয়া ১১০ ৪জি ২০২৪ ফিচার ফোনে আছে ২ ইঞ্চি টিএফটি এলসিডি স্ক্রিন।
এতে ১২৮ এমবি র্যাম ও ৬৪ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সহজেই প্রচুর ফোন নম্বর ও মেসেজ সেভ করে রাখা যাবে। নোকিয়ার এই ফিচার ফোনে ১০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ মিলবে। আবার এতে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে।
ফলে যে কোনো চার্জার ব্যবহার করে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি, নোকিয়া ১১০ ৪জি ২০২৪ হ্যান্ডসেটে এইচডি ভয়েজ কলিং প্রযুক্তি রয়েছে। আর এই ফিচার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা, এফএম শোনা, ক্ল্যাসিক স্নেক গেম খেলা যাবে। বড় কিপ্যাড রয়েছে যাতে দ্রুত টাইপ করা যাবে।