প্রযুক্তি

এবার স্মার্টফোনেও গাড়ির মতো ‘এয়ারব্যাগ’, পড়লেও ভাঙবে না Honor X9b স্মার্টফোন

Honor X9b smartphone

The Truth of Bengal,Mou Basu: গাড়ির মতো এবার স্মার্টফোনেও মিলবে ‘এয়ারব্যাগ’-এর সুবিধা।এই সুবিধার জেরে এবার হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না স্মার্টফোন।আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এইচটেক সংস্থার তৈরি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেযুক্ত Honor X9b স্মার্টফোন।এইচটেক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) মাধব শেঠ সোশ্যাল মিডিয়ায় আসন্ন Honor X9b, Honor Choice Earbuds X5 এবং Honor Choice Watch – এর একাধিক টিজার শেয়ার করছেন। এইচটেক সংস্থা দাবি করেছে এই স্মার্টফোনটি ভারতের প্রথম ‘এয়ারব্যাগ’ (গাড়ি সম্পর্কিত নয়) নামক প্রযুক্তি সমন্বিত আল্ট্রা-বাউন্সিং ডিসপ্লে থাকবে।কার্ভড অ্যামোলেড ডিসপ্লেটি  দুর্ঘটনাজনিত ক্ষতিও সহ্য করতে পারবে। Honor X9b ফোনটি Choice Earbuds X5-এর সাথে ৩৫,০০০ টাকার কম্বো অফারে পাওয়া যাবে বলে জানা গেছে।

Honor X9b 5G-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১.৫কে (১,২০০ × ২,৬৫২ পিক্সেল) রেজোলিউশন, ৪২৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট পিক ব্রাইটনেস, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, এবং এসজিএস গ্লাস-এর সুরক্ষা পাওয়া যাবে। ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চলবে, যা ৮ জিবি/ ১২ জিবি র্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ২৫৬ জিবি ইউইফএস ৩.১ স্টোরেজের সুবিধা থাকবে। Honor X9b 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Honor X9b 5G-এর রিয়ার প্যানেলে এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এলইডি ফ্ল্যাশযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9b 5G-এ বিশাল ৫,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির পরিমাপ হবে ১৬৩.৬ × ৭৫.৫ × ৭.৯৮ মিলিমিটার ও ওজন ১৮৫ গ্রাম হবে। নিরাপত্তার জন্য, Honor X9b 5G-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার থাকবে। সানরাইজ অরেঞ্জ, এমারেল্ড গ্রিন, টাইটানিয়াম সিলভার এবং মিডনাইট ব্ল্যাক – এই ৪ রকমের রঙে মিলবে Honor X9b 5G স্মার্টফোন।

Related Articles