প্রযুক্তি
Trending

আধুনিক মডেলের নয়া বাইক আনল হিরো মোটোকর্প

Hero Motocorp has launched a new bike of modern model

The Truth Of Bengal, Mou Basu : ভারতীয় ক্রেতাদের জন্য নয়া বাইক নিয়ে এলো হিরো মোটোকর্প। ইতিমধ্যেই দেশে হিরো-র পক্ষ থেকে নির্মিত বাইকের এক্সট্রিম সিরিজটি বিপুল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার সেই সিরিজেরই নয়া মডেল Xtreme 125R লঞ্চ করল হিরো মোটোকর্প। দেশের বাজারে এই নতুন বাইকটির আইবিএস ভেরিয়েন্টটির দাম শুরু হচ্ছে 95,000 টাকা (এক্স শোরুম, দিল্লি) থেকে।

Xtreme 125R –এর ABS সংস্করণটির দাম করা হয়েছে 99,500 টাকা (এক্স শোরুম, দিল্লি)। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে হিরোর সমস্ত ডিলারশিপে এই বাইকটি কেনা যাবে। হিরো এক্সট্রিমের এই নতুন বাইকটিতে এলইডি ইলিউমিনেশন এবং একটি ইউনিক লুকিং এলসিডি প্যানেল রয়েছে। মোটরবাইকটি সিঙ্গল চ্যানেল ABS ও IBS –এর সুবিধা থাকবে।
এই বাইকটিতে একটি 125cc সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি 11.5 bhp এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

ইঞ্জিনটি একটি ফাইভ-স্পিড গিয়ারবক্সের সুবিধা থাকবে। হিরো এক্সট্রিম 125R –এ বাড়তি সুবিধা হিসাবে সামনে 37mm টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মোনো-শক দেওয়া হয়েছে। এছাড়াও সামনের দিকে রয়েছে ফ্রন্ট ডিস্ক এবং পিছনের দিকে একটি ড্রাম বা ডিস্ক ব্রেকের সুবিধা থাকবে। বাইকটিতে পাওয়া যাবে 66 কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ। হিরো এক্সট্রিম 125R –এর এই নতুন বাইকের মডেলটি ৩টি রঙ– নীলের সঙ্গে সিলভার, কালো এবং লালের সঙ্গে কালো রঙে মিলবে।

 

FREE ACCESS

Related Articles