স্মার্টওয়াচেই রয়েছে অ্যান্ড্রয়েড চালিত এইচডি ক্যামেরা, স্মার্টওয়াচের জগতে বিপ্লব Fire-Boltt এর
Fire-Boltt is revolutionizing the world of smartwatches with an Android-powered HD camera

Truth Of Bengal: স্মার্টওয়াচের জগতে বিপ্লব ঘটাল Fire-Boltt। তারা প্রথম অ্যান্ড্রয়েড চালিত ক্যামেরা স্মার্টওয়াচ “Snapp” ভারতের বাজারে আনল। এই ক্যামেরা স্মার্টওয়াচে রয়েছে ৪জি এলটিই সাপোর্ট। ন্যানো সিম লাগালেই মিলবে ৪জি র সুবিধা। সিম লাগিয়ে সরাসরি ফোন করা, ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়াও এইচডি ক্যামেরার সাহায্যে ছবি তোলা, এইচডি ভিডিও স্ট্রিমিং এমনকি কিউআর কোড স্ক্যান করাও সম্ভব। গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যাবে।
স্মার্টওয়াচের ডিজাইন খুব আকর্ষণীয়। স্কোয়্যার ডায়ালের পাশাপাশি ২টি ফাংশন বোতাম রয়েছে। সিলিকন, চামড়া ও মেটালের স্ট্র্যাপ আছে। আকর্ষণীয় ২.১৩” এইচডি অ্যামোলেড স্ক্রিন রয়েছে। ৪জিবি র্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন মিলবে। ওয়াইফাই পরিষেবা মিলবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টওয়াচে ক্লাউড ভিত্তিক ওয়াচফেস মিলবে। একাধিক স্পোর্টস মোড ছাড়াও স্মার্টওয়াচে হেলথ স্যুটের সাহায্যে ফিটনেস অ্যাপ সাপোর্ট রয়েছে।
ইনবিল্ট মাইক ও স্পিকারের সুবিধা ছাড়াও ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। ভয়েজ অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে। ১ হাজার এমএএইচ ব্যাটারি একবার চার্জে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে চলতে পারে। অ্যামাজন থেকে কেনা যাবে। অ্যালপাইন ওলিভ, আরকেইক ব্ল্যাক, ব্ল্যাক স্টর্ম, চেরি ব্লাশ, কোকোয়া ব্রাউন, জেট ব্ল্যাক লিউক্স, মারলেট মেরুন রঙে পাওয়া যাবে। ৪ জিবি + ৬৪ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। ২ জিবি + ১৬ জিবি ভ্যারিয়ান্টের দাম ৫,৯৯৯ টাকা।