মোবাইল ফোনেই মিলবে বজ্রপাতের পূর্বাভাস, আবহাওয়ার গতিবিধি জানতে দামিনী ও মেঘদূত অ্যাপস চালু
Damini and Meghdoot apps are available to know lightning forecast, weather movement on mobile phones

The Truth Of Bengal : এখন থেকে মোবাইল ফোনেই মিলবে আবহাওয়ার পরিবর্তন পাশাপাশি বজ্রপাতের সর্তকতা সম্পর্কিত তথ্য। এই অ্যাপের মাধ্যমে আগাম তথ্য ও সতর্কতা মেলার ফলে ক্ষতি এড়ানোর সম্ভব হবে কৃষকদের। আগেভাগেই দুর্যোগের খবর পাবেন চাষিরা।
আবহাওয়া দপ্তরের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর তত্ত্বাবধানে দামিনী ও মেঘদূত অ্যাপটি সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের কৃষি সম্পর্কিত দরকারি তথ্য সরবরাহ করার জন্য চালু করা হয়েছে। মেঘদূত অ্যাপ আবহাওয়া অনুযায়ী চাষবাস সংক্রান্ত তথ্য দেবে যাতে তাপমাত্রা আদ্রতা বাতাসের গতি ও অন্যান্য আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সহজেই পেয়ে যান চাষিরা। এর মাধ্যমে কৃষকরা পরিবর্তনশীল আবহাওয়া অনুযায়ী সহজে কৃষিকাজ করতে পারবেন।
৪০ কিলোমিটার দূরত্বের মধ্যে বজ্রপাতসহ ঝড়ের পূর্বাভাস দেবে এই দুটি অ্যাপস। বৃষ্টির দিনে বজ্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে দামিনী অ্যাপস এর মাধ্যমে যা চল্লিশ কিলোমিটার দূরত্বের মধ্যে বজ্রপাতের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য পাঠাবে একইসঙ্গে বজ্রপাতের গতি সম্পর্কেও অবগত করবে অ্যাপসটি।