Vivo Smartphone: স্মার্টফোনে এবার অন্য টুইস্ট, ভারতে এই চমক আনছে Vivo, জানুন কী কী ফিচার থাকছে এই ফোনে
Another twist on smartphones, Vivo is bringing this surprise to India, know what features are there in this phone

The Truth Of Bengal, মৌ বসু : শিগগিরই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ৬ জুন ভারতে লঞ্চ হতে চলেছে
ভিভো (Vivo) ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, যার নাম Vivo X Fold 3 Pro। গত মার্চে চিনে সর্বপ্রথম
এই স্মার্টফোন লঞ্চ হয়। এটি ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, যা এবার বিশ্ব বাজারেও পা রাখতে চলেছে।
ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হিসেবে আসতে চলেছে, যা ফোল্ড করা অবস্থায় ১১.২ মিলিমিটার স্লিম। এতে লম্বা ৮.০৩ ইঞ্চির প্রধান অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, আর কভার প্যানেলটির আকার হবে ৬.৫৩ ইঞ্চি। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে।
এটি শক্তিশালী ৫,৭০০ এমএএইচ ব্যাটারিতে চালিত হবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।Vivo X Fold 3 ফোল্ডিং ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলর প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে৷