প্রযুক্তি

ক্রেতাদের কথা ভেবে কী নয়া সুবিধা আনল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ?

Airtel Payments Bank brought new facilities thinking about the customers

The Truth Of Bengal:মৌ বসু , পরিবেশ সচেতনতার পরিচয় দিল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। ক্রেতাদের কথা ভেবে এবার পরিবেশবান্ধব এনসিএমসি (ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডস) সুবিধাযুক্ত ডেবিট কার্ড ও প্রিপেইড কার্ড আনল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক।

এসব কার্ড আনার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এর সঙ্গে হাত মিলিয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য ডেবিট কার্ড ও ওয়ালেট ক্রেতাদের জন্য প্রিপেইড কার্ড আনল এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। ২ রকমের কার্ডই পরিবেশবান্ধব ই-পিভিসি মেটিরিয়াল দিয়ে তৈরি হয়েছে। এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমে ডেবিট কার্ডের অর্ডার দেওয়া যাবে। খুব শিগগিরই অনলাইন ও রিটেইল প্লাটফর্মে মিলবে প্রিপেইড কার্ড।

Related Articles