সিএনজির পর এবার পরিবেশবান্ধব জ্বালানি ইথানলে চালিত মোটরসাইকেল আনার পরিকল্পনা বাজাজের
After CNG, Bajaj plans to bring motorcycles powered by eco-friendly fuel ethanol

Truth of Bengal, মৌ বসু: গোটা বিশ্বই আজ বায়ুদূষণের কবলে। দূষণ ডেকে আনছে অকাল মৃত্যু। এই পরিস্থিতিতে রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকার, বারবার পরিবেশ দূষণ কমাতে গাড়ি নির্মাতাদের পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিকল্প জ্বালানি হিসাবে সিএনজি ও ইথানলের ওপর কাজ করছে। গত মাসে Bajaj বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছে।
এবার তারা ইথানল পরিচালিত বাইক বাজারে নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে। Bajaj Auto তাদের প্রথম ইথানলচালিত মোটরসাইকেল সেপ্টেম্বরে বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পেট্রলের সঙ্গে ২০% ইথানল মেশানো তেল জ্বালানি হিসাবে গাড়িতে ব্যবহার করা যায়। এপ্রিল থেকে প্রতিটি পেট্রোলচালিত গাড়িতে E20 ইঞ্জিন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাজাজ এমন বাইক আনছে, যা ১০০% ইথানলেই চলবে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাজাজ তাদের এগজিস্টিং কোনও বাইকের ইথানল ভার্সন আনবে বলে মনে করা হচ্ছে। এতে তাদের খরচাও কমবে। TVS Apache RTR 200 4V E100 দেশের প্রথম ১০০% ইথানলে চলা বাইক। যদিও এটি এখন বিক্রি হয় না। ইথানল শুধু পরিবেশের জন্য ভাল এমনটা নয়, পাশাপাশি এটি গাড়ির পক্ষেও সুবিধাজনক। সাধারণ পেট্রলের তুলনায় অক্টেন রেটিং বেশি। কালো ধোঁয়া কম বেরোয়। ইঞ্জিনকেও ঠান্ডা রাখে।