প্রযুক্তি
গরমে ঠান্ডা হচ্ছে না এসি? সবার এক সমস্যা, কিন্তু রোগ ধরবেন কীভাবে?
AC is not cooling in the summer? Everyone has a problem, but how to catch the disease?

The Truth Of Bengal, Mou Basu : গরমে ঠান্ডা পরিবেশে ভালো করে থাকার জন্য অনেকেই এসি মেশিন কেনেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাতানুকুল যন্ত্র ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। নানাবিধ কারণের মধ্যে এর অন্যতম কারণ হল এসি মেশিনের গ্যাস লিক করা। এসির ভেতরে রেফ্রিজেরেন্ট গ্যাস থাকে যা গরম হাওয়াকে ঠান্ডা করে পুনরায় ব্লোয়ারের সাহায্যে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। গ্যাস লিক করলে বা গ্যাসের পরিমাণ কমে গেলে ঠান্ডা কম হয়।
কেন এসি মেশিনের গ্যাস লিক হয়?
- এসির মেশিনের কনডেনসার পাইপ ক্ষয়ে যায়। এর ফলে এসি মেশিনের গ্যাস লিক করে বা কমে যায়। ঠান্ডা কম হয়।
- কম্প্রেসর মোটরের ভাইব্রেশন ঠিক মতো না হলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। গ্যাস লিক হতে পারে।
- ঠিকমতো এসির মেশিন না বসানো হলেও গ্যাস লিক হতে পারে।
- কীভাবে এসির মেশিন থেকে গ্যাস লিক এড়াতেন
- কপার কন্ডেসর ব্যবহার করুন। কারণ তামার কন্ডেসর অক্সিডেশন আর ক্ষয় রোধকারী। অ্যালুমিনিয়াম কন্ডেসর ব্যবহার করবেন না।
- এসির আউটডোর যন্ত্র সরাসরি রোদে রাখবেন না। ছায়ায় রাখবেন। তাতে ঠান্ডা ভালো হবে। মেশিনের মেয়াদ বৃদ্ধি হবে।
- রোদ, বৃষ্টির জল ও ধুলো থেকে এসির মেশিন রক্ষা করতে আউটডোর যন্ত্র ঢাকা দিয়ে রাখুন।
- গ্যাস লিক আটকাতে এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন।