টি২০ বিশ্বকাপ

বিরাট- রোহিত কি নিজেদেরকে বরাবর টেক্কা দিয়েছেন?

Virat-Rohit has always ace themselves?

The Truth Of Bengal : ওডিআই বিশ্বকাপ জিততে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট রোহিতদের কাঁধে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বৈতরণী পার করে দেশে ফিরে এসেছেন তারা। তাদেরকে ঘিরে দেশবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যদিও এখনো সেই উৎসবে রেশ কাটেনি। যদি এর মধ্যে দেশবাসীর মন খারাপের বিষয় হলো রোহিত বিরাটের টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেওয়া।

তবে টি-টোয়েন্টিতে এই দুই ভারতীয় তারকা একে অপরকে যেন টেক্কা দিয়েছেন। ভারত অধিনায়ক এখনো পর্যন্ত মোট ১৫৯টি ম্যাচ খেলেছেন । রান করেছেন ৪২৩১। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।অপর দিকে বিরাট কোহলির টি২০ সফরে ১২৫টি টি২০ ম্যাচ খেলেছেন কোহলি। তার মোট রান ৪১৮৮। এই দুই তারকা যারা নিজেদেরকে ছাপিয়ে যাবার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে ।

টি-টোয়েন্টিতে একদিনের বিরাট কোহলে ১২২ রান করেছেন সর্বোচ্চ। রোহিত শর্মা একদিনে ১২১ রান করেছেন সর্বোচ্চ। হাফ সেঞ্চুরিতে কোহলি থেকে বেশি এগিয়ে নিয়েছেন রোহিত । হাফ সেঞ্চুরি তে রোহিত করেছেন ৩২ টি। কোহলি করেছেন ৩৮ টি। চার ছক্কার ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। টি২০-তে মোট ৩৮৩টি চার এবং ২০৫টি ছয় মেরেছেন রোহিত। কোহলি হাঁকিয়েছেন ৩৬৯টি চার এবং ১২৪টি ছয়। এই দুই তারকা অবসর নেওয়ায় মন ভেঙেছে দেশবাসীর । বিশ্বকাপ জেতার আনন্দের মধ্যেও যেন বিষাদের স্বাদ । যেন বিনা মেঘে বজ্রপাতের সমান । তাদের টি টোয়েন্টিতে উজ্জ্বল কেরিয়ারে মুগ্ধ দেশবাসী । আলোচনায় তাই রোহিত – বিরাট ।

 

Related Articles