
The Truth of Bengal: ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল ছিটকে যাওয়ায় দলের ভিতরে চলছে পরিবর্তন। বাবর আজম কে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই। ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ডের কর্তাদেরকে তীব্র কটাক্ষ হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে এখনো চলছে সেই পরিবর্তন। এবার জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সরে গেছেন বলেই জানা গেছে । ব্যর্থতার দায় নিয়ে পিসিবি-র চেয়ারম্যানের পদ থেকে বিদায় নিয়েছেন তিনি।
বিশ্বকাপে হারের পর থেকে পিসিবির পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। এমত অবস্থায় এর আগেই পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিলেন মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক। পিসিবি মিডিয়ার তরফ থেকে এক্সে তাদের সম্পর্ক ছিন্নের বিষয়টা জানানো হয়েছিল। বিশ্বকাপে হারের পর থেকে একের পর এক পরিবর্তন হয়ে চলেছে পিসিবিতে। এখনো সমাধান অধরা রয়ে গিয়েছে। সামনের ম্যাচগুলোতে আদৌ জয়লাভ সম্ভব হবে কিনা এই পরিবর্তনে তা স্পষ্ট নয়, তবে ডামাডোল চলছে। পরিবর্তন অব্যাহত।
যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে পিসিবির মতপার্থক্য তৈরি হয়েছে। সে কারণে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে। বিশ্বকাপের সময় পাকিস্তান একেবারে ছিটকে গিয়েছিল। তার পর যে যে ম্যাচ ছিল। সেই ম্যাচগুলোতেও ফলাফল একদম ভালো না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের ৪ ম্যাচে হেরে বসে রয়েছেন বাবর আজমরা । ক্রিকেটার থেকে পিবিসিবি বোর্ড কর্তাদেরকে নানা রকম কটাক্ষ হজম করতে হচ্ছে এই পরিস্থিতিতে পরিবর্তন এখনও হয়ে চলেছে।