খেলা

হাসপাতালে ভর্তি কুস্তিগীর ভিনেশ ফোগাট

Wrestler Vinesh Phogat admitted to hospital

The Truth Of Bengal: হাসপাতালে ভর্তি হলেন ভিনেশ ফোগাট। ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই মহিলা কুস্তিগীর। সূত্রের খবর, ডিহাইড্রেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

প্যারিস অলিম্পিক্সে পদক যেন এক প্রকার নিশ্চিত ছিল বিনেশ ফোগাটের । পদকের কাছে গিয়েও পদক হাতছাড়া হলো তাঁর । পারলেন না সোনার ইতিহাস লিখতে। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় বাতিল হলেন বিনেশ ফোগাট । তোলপাড় করা এই খবর আসার কিছুক্ষণ পর জানা যায় অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ । ডিহাইড্রেশনের কারণে বিনেশ হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার সারারাতই প্রায় বিনেশ জেগেছিলেন। ওজন কমানোর জন্য তিনি সারারাত ধরে যোগাসন , স্কিপিং, সাইক্লিং কোনও কিছুই বাদ দেননি। এমনকি নিজের চুল পর্যন্ত কেটে ফেলেন ওজন কমানোর জন্য। সব মিলিয়ে যোগ্যতা অর্জন করতে না পারার কয়েক ঘন্টার মধ্যে ডিহাইড্রেশনের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েন ভারতীয় প্রতিযোগি । আর তারপরেই থেকে হাসপাতালে ভর্তি হতে হয়। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন পিটি ঊষা কে ফোন করে। ভর্তি কি করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।

বুধবার তিনি জ্ঞান হারান । কারণ হিসেবে অবশ্য জানা যায় শরীরে জলের ঘাটতি রয়েছে। যদিও টিম ইন্ডিয়ার পক্ষ থেকে প্রথমে কতৃপক্ষকে আবেদন করা হয়, বিনেশের ওজন পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি সময় দেওয়া হোক, কিন্তু সে সব আবেদনকে মানা হয়নি। বিনেশের ওজন বেশি থাকায় বাদ পড়তে হয় তাকে । আর তার পরই তার অসুস্থতার খবর সামনে আসে। ভিনেশ সেমিফাইনালে জয়ের পরে বলেছিলেন, তিনি ওজন কমানোর অনেক চেষ্টা করেছিলেন । কিন্তু তার মাংসপেশীর ওজন খুব ভারী।

Related Articles