খেলা

দলিপ ট্রফিতে কেন খেলবেন না বিরাট রোহিত? জানালেন জয় শাহ

Why Virat Rohit will not play in Dalip Trophy

Truth Of Bengal : ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড সম্প্রতি দলীপ ট্রফি ২০২৪-এর জন্য দল ঘোষণা করেছে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এর প্রথম ম্যাচ হবে টিম এ এবং টিম বি এর মধ্যে। টিম ইন্ডিয়ার অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলছেন। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন না। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। রোহিত ও কোহলির না খেলার কারণ জানিয়েছেন তিনি।

কোহলি এবং রোহিত সম্পর্কে জে শাহ প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জয় শাহ বলেছেন, “ওকে ছাড়া সবাই খেলছে। এই প্রশংসা করা উচিত. বুচি বাবু টুর্নামেন্টে খেলছেন ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার। কিন্তু আমরা বিরাট ও রোহিতের মতো খেলোয়াড়দের খেলার জন্য চাপ দিতে পারি না। এতে করে আঘাতের আশঙ্কা থাকে। আপনি যদি লক্ষ্য করেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রত্যেক আন্তর্জাতিক খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট খেলেন না। আমরা খেলোয়াড়দের সম্মান করি।

দলীপ ট্রফির জন্য দল এ সম্পর্কে কথা বলতে গেলে, শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। এই দলে কেএল রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে এবং মায়াঙ্ক আগরওয়ালের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। অভিমন্যু ইশ্বরন দল বি-এর অধিনায়কত্ব পেয়েছেন। এতে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও মহম্মদ সিরাজ। ঋতুরাজ গায়কওয়াদ পেয়েছেন টিম সি-এর অধিনায়কত্ব। এই দলে আছেন সাই সুদর্শন, সূর্যকুমার যাদব ও রজত পতিদার। যেখানে টিম ডি-এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইশান কিষাণ এই দলের একজন সদস্য।

উল্লেখ্য, ইশান কিষাণকে বিসিসিআই চুক্তি থেকে সরিয়ে দিয়েছে। অনেক দিন ঘরোয়া ক্রিকেটে খেলছেন না তিনি। কিন্তু এখন তিনি ফিরে এসেছেন। বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্টেও খেলবেন তিনি।

Related Articles