
The Truth Of Bengal: আগামী ১০ মার্চ আইএসএলের ঘোষণা অনুযায়ী হতে চলেছে ইলিশ-চিংড়ির লড়াই। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিপক্ষে নামবে মোহনবাগান। আর সেই একই দিনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হতে চলেছে ব্রিগেড সমাবেশ। তাই একই দিনে ডার্বি এবং ব্রিগেড সমাবেশ থাকায় কার্যত চাপ বাড়ছে ডার্বির আয়োজকদের। ম্যাচের দিন কতটা নিরাপত্তা বজায় থাকবে তাই নিয়েও উঠেছে নানান জল্পনা।
তৃণমূল সুপ্রিমোর ব্রিগেড সমাবেশ ঘোষণার পরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সাথে আলোচনা করেন ডার্বির আয়োজকরা। সেই আলোচনা সভায় পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জানান, ” ৯ এবং ১০ মার্চ ডার্বির জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশের ব্যবস্থা করা সম্ভব হবে না। ” পুলিশের এমন সিদ্ধান্তে ডার্বির আয়োজক এখন তাকিয়ে সরকারের দিকে।
ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, ১০ মার্চ যুবভারতীতে ডার্বির আয়োজন করা সম্ভব না হলে মার্চের শেষের দিকে হতে পারে সবুজ-মেরুন এবং লাল-হলুদের লড়াই। এক্ষেত্রে যদি দিন পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে রাজ্য পরিবর্তন করে অর্থাৎ অন্য রাজ্যে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। তবে ডার্বির আয়োজকদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নেবেন। তবে যদি একান্তই বিকল্প পথ অবলম্বন করে ভিন রাজ্যে ডার্বির আয়োজন করতে হয় তাহলে হয়তো দুই দলের সমর্থকেরা মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবেন।
FREE ACCESS