খেলা

শুরু হল ভারতীয় মহিলা ফুটসল দলের ট্রায়াল

Trials for Indian women's futsal team begin

Truth Of Bengal: গুজরাটের ভাবনগরে মঙ্গলবার থেকে শুরু হল ভারতীয় মহিলা ফুটসল দলের বাছাই পর্ব। আগামী বছর ভারতীয় দল অংশগ্রহণ করবে এএফসি এশিয়ান মহিলা ফুটসল টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট শুরু হবে আগামী জানুয়ারি মাসের ১১ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়াতে।

ভারতীয় দলের এই বাছাই শিবিরে ১৫টি রাজ্য থেকে মোট ১২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্য থেকে বাছাই করে মোট ২৫ জন খেলোয়াড়কে নিয়ে তৈরি হবে চূড়ান্ত দল।

উল্লেখ্য, ভারত এশিয়ান মহিলা ফুটসল টুর্নামেন্টে গ্রুপ বি-তে রয়েছে। এই গ্রুপে মেন-ইন-ব্লুজ প্রমিলা দলের সঙ্গে একই বিভাগে রয়েছে ইন্দোনেশিয়া, হংকং, বাংলাদেশ এবং পাকিস্তান।

মোট ১৯টি দেশ আসন্ন এএফসি মহিলা ফুটসল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় দল যাবে পরবর্তী রাউন্ডে। এই টুর্নামেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দল সুযোগ পাবে ২০২৫ সালের ফিফা ফুটসল বিশ্বকাপে।

এখন দেখার ভারতীয় দলের প্রমিলা বাহিনী আসন্ন এএফসি মহিলা ফুটসল টুর্নামেন্টে কি রকম পারফরম্যান্স করে তার দিকেই নজর থাকবে সকলের।