খেলা

ক্যানিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল সিভিক ভলেন্টিয়ারের

সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দুরন্ত গতির বাইক তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর তাতে প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার। মৃতের নাম তাজউদ্দিন লস্কর (৩৭)। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ক্যানিং-বারুইপুর রোডের ধলিরবাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিংয়ের আমড়াবেড়িয়ার বাসিন্দা তাজউদ্দিন এদিন ভোররাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দুরন্ত গতির বাইক তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার জেরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তিনি।

অন্ধকারে কিছুক্ষণ ধরে রাস্তায় পড়ে কাতরাতে থাকেন তাজউদ্দিন। পরে স্থানীয়রা ঘটনাটি দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী সিভিক ভলেন্টিয়াররাও শোকপ্রকাশ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পলাতক বাইক আরোহীকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে।

Related Articles