
Truth Of Bengal: শনিবার আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ইডেনে মাঠে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচে টিকিটের চাহিদা ছিল চোখে পড়ার মত। কাজেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছিল যাতে কোনও ব্যক্তি বা চক্র টিকিটের কালোবাজারি করতে না পারে। সেই লক্ষ্য সফল হল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে টিকিট ব্ল্যাক করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন তিন ব্যক্তি। উত্তর কলকাতার গিরিশ পাকা থানা ও মধ্য কলকাতার নিউ মার্কেট থানায় দায়ের হওয়ায় অভিযোগের ভিত্তিতে ওই জনকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত ওই তিন ব্যক্তি হলেন পীযূষ মহেন্দ্র, কমল হোসেন এবং শাহবাজ খান। ধৃত ওই তিন ব্যক্তির কাছ থেকে শনিবারের ম্যাচের একগুচ্ছ টিকিট পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও মোবাইল ফোন।

উল্লেখ্য, প্রতি বছরই আইপিএল-র বিরাট কোহলিদের ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা থাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু পুলিশ প্রশাসন সদা সচেষ্ট ছিল যাতে কোনওভাবেই টিকিটের কালোবাজাজীরা মাথা তুলতে না পারে, তার জন্য পুলিশ সচেষ্ট ছিল। এবং তারই সুফল তারা পেল হাতেনাতে।
