গোটা দেশ অপেক্ষা করছিল বিশ্বকাপের জন্য, চোখের জলে ভাসলো স্টেডিয়াম
The whole country was waiting for the World Cup, the stadium was flooded with tears

The Truth Of Bengal : ১৪০ কোটি দেশবাসী আজ আশায় ছিল ভারতের হাতে উঠবে খেতাব । ঘুচবে ২০ বছর আগের সেই রাতের ব্যর্থতা । “জিতবে ভারত” থেকে শুরু করে নানা রকম স্লোগানে গলা ফাটিয়েছে দেশবাসী । রোহিতের হাতে উঠবে বিশ্বকাপ- এমন স্বপ্নেও বিভোর ছিল ভারত। উৎসবে মেতে উঠতে কত-ই না প্রস্তুতি নেওয়া হয়েছিল। বৃথা গেল সবকিছু। বড় মঞ্চের সবচেয়ে বড় ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে দশ ম্যাচে জিতেই ভারতবাসীর প্রত্যাশা মাত্রাটি বাড়িয়ে দিয়েছিল রোহিতের দল ।
গোটা স্টেডিয়াম অপেক্ষায় ছিল কাপের । কিন্তু হল না । সবরমতী নিমজ্জিত হলো দু:খে । রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিরা জিতেছে ৬ উইকেটে। শিরোপা রেসে ব্যাটিংয়েই পিছিয়ে পড়ে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হয় ২৪০ রান। ১০ ম্যাচ জিতে থাকায় অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়ার জয়ের অশ্বমেধের ঘোড়া কোনও প্রতিপক্ষ আটকাতে পারবে না। তবে অস্ট্রেলিয়ার আগ্রাসনের মুখে থামতেই হল ভারতকে ।
এর আগে মাত্র ৫ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। অবশেষে ভারতকে হারিয়ে বিশ্বকাপ কামিন্সদের হাতে। টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচে হেরেছিল প্যাট কামিন্সের দল। অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপে বেশিদূর যেতে পারবে না অস্ট্রেলিয়া। কিন্তু মোক্ষম সময়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যাগি গ্রিন ব্রিগেড। টানা আট ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে।এর আগেই প্যাট কামিন্স বলেছিলেন ভারতীয় সমর্থকদের উন্মাদনা চিৎকার তিনি কমাবেন । যেন তাইই হলো . ম্যাচ শেষে পিন পরার শব্দ যেন শোনা যাবে এতটাই নিশ্চুপ ভারতীয়রা । সারাদিনের উন্মাদনা মাটিতে মিশে গেছে । ভারাক্রান্ত মনে আবারো বাড়ি ফেরা । আবারো অপেক্ষা ৪ বছরের ।
FREE ACCESS