
The Truth Of Bengal : আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে প্যারিস অলিম্পিক্সের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই মহাযজ্ঞ। এবারের প্যারিস অলিম্পিক্সে থাকছে চমকের ঘনঘটা । এবারে এমন উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে যা এর আগের ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও কখনও হয়নি । এবার মহা সমারোহে হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান ।
এক কথায় যত সময় গড়াচ্ছে ততই যেন উত্তেজনা বাড়ছে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে । যেহেতু অতীতে কখনো স্যেন নদীকে ব্যবহার করা হয়নি , তাই এবার বিশেষ নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে নদীর ৬ কিলোমিটারকে । বলা হলো নদীর এই ৬ কিলোমিটার শহরের সবচেয়ে সুরক্ষিত অংশ। এই নদীতে ৯৪ টি নৌকা ব্যবহার করা হচ্ছে , যে নৌকায় থাকবেন সাড়ে ১০ হাজার প্রতিযোগী। সে প্রতিযোগিতার কে নিয়ে নদীপথে ঘোরানো হবে। আর মাঝে সেতুর ওপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । আধুনিকতা অভিনবত্ব দুটোই থাকছে । পাঁচ লক্ষ দর্শকের সামনে হতে চলেছে এই মহাযজ্ঞ। আজ এই অলিম্পিক্সে ভারতের হয়ে পতাকা বহন করতে চলেছেন টিভি সিন্ধু ও শরৎ কমল । ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা থেকে হতে চলেছে অনুষ্ঠান। এই অনুষ্ঠান জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ ফ্রীতে দেখতে পারবেন দেশবাসী ।