বিশ্ব মঞ্চে বাংলার দাপট, বাঙালি মেয়ের দাপটে কাহিল একনম্বর, লড়াইয়ের নাম ঐহিকা মুখোপাধ্যায়
The power of Bengal on the world stage, power of Bengali girls

The Truth of Bengal: স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে বিশ্ব টেবল টেনিসে নেমেছিল বাংলার ঐহিকা মুখোপাধ্যায়। স্বপ্ন পূরণ করতে সক্ষম সে। বিশ্বের এক নম্বর সান ইংশাকে হারিয়ে দেয় ঐহিকা। এই জয় পেতে বেশ বেগ পেতে হয়েছিল ঐহিকাকে।এইজয়ের নেপথ্যে রয়েছে প্রচুর পরিশ্রম। হার না মানা জেদ।
নিজের উপর আস্থা। এই সব কিছুকে পাথেয় করে এগিয়ে গিয়েছিলেন ঐহিকা। এবার তিনি বিশ্বের এক নম্বরের মুখোমুখি হয়েছিলেন। তবে ঘাবড়াননি একটুও। তিনি ইংশাকে হারিয়ে দেন ১২-১০, ২-১১, ১৩-১১, ১১-৬ গেমে। তবে শেষ ম্যাচটি হেরে যান ঐহিকা। বিশ্বের চার নম্বর মান্যুর বিরুদ্ধে স্ট্রেট গেমে আর পারেননি তিনি। স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে নামা ঐহিকা এগোনোর জন্য বদ্ধপরিকর ।
এ বারেই অর্জুন পুরস্কার পেয়েছেন ঐহিকা। তিনি প্রথম ম্যাচে বিশ্বের এক নম্বরকে অর্থাৎ ইংশাকে হারানোর সময় যে খেলাটা খেলেছিলেন, মান্যুর বিরুদ্ধে সেটা পারেননি। তবে হাল ছাড়ার জন্য ময়দানে নামেননি ঐহিকা । তিনি জিতবেন , আশাবাদী বাংলার ঐহিকা।