মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ
The 'Bengal Pro T20' league is just around the corner

The Truth of Bengal: আগামীকাল থেকেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। যদিও চলতি বছরের ১২ই জুন থেকে লিগ শুরু হওয়ার কথা ছিল প্রথম থেকেই তবে ১২ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ থাকার জন্য পরিবর্তন করা হয় সেই সময়সূচীর। তাই নির্ধারিত দিনের একাদিন আগে অর্থাৎ ১১ জুন থেকে শুরু হতে চলেছে এই ম্যাচ।
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। ১২ জুনের পরিবর্তে ১১ তারিখ থেকেই শুরু হচ্ছে ম্যাচ। লিগ নিয়ে ইতিপূর্বেই জানা গিয়েছিল, ছেলেদের ম্যাচগুলি মূলত হবে ইডেনে। এবং মেয়েদের ম্যাচ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। আইপিএলের ধাঁচে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) মোট আটটি দল নিয়ে শুরু করছে এই নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ’, যার লক্ষ্য মূলত গ্রাম বাংলা থেকে নতুন নতুন প্রতিভাদের তুলে আনা এবং বাংলার ক্রিকেট’কে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
আটটি দলের ফ্র্যাঞ্চাইজিরা হলেন মূলত বিভিন্ন বেসরকারি সংস্থা গুলি। এবং প্রত্যেকটি দলে মোট ১৬জন করে ক্রিকেটারদের নাম জানানো হয়েছে। লিগ’টি ১১ জুন থেকে শুরু হয়ে চলতি মাসের শেষে ২৮ তারিখ শেষ হবে। শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইন্ডিয়ান ব্লু আর্মির মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী। লিগটি নিয়ে ভীষণ আশাবাদী সৌরভ গাঙ্গুলী, সিএবিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক নতুন ক্রিকেটার উঠে আসবে। এটা আরও আগে করা উচিত ছিল। যাই হোক, সিএবি যে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি বেশ খুশি। আশা করছি আগামী দিনে আরও বেশ কিছু ক্রিকেটারকে আমরা দেখতে পারব।”
তাছাড়াও চাকদার ক্রিকেটার ঝুলন গোস্বামী সিএবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে ভারতের মহিলা ক্রিকেট দলও বিশেষ লাভবান হবে। বর্তমানে এই রাজ্য থেকে প্রচুর মহিলা ক্রিকেটার দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। সেই সংখ্যাটা আগামীতে বেড়ে যেতে পারে।” তাছাড়াও এদিন ঋদ্ধিমানের বাংলায় প্রত্যাবর্তনের বিষয় নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ভীষণ খুশি। তিনি বলেন ক্রিকেটারের টুর্নামেন্টে সংযুক্তিকরণে এতে গ্ল্যামার আরও বেশি হবে নিঃসন্দেহেই। সঙ্গে এও জানা গিয়েছে মার্কি প্লেয়ার হিসেবে মেদিনীপুর দলে যোগ দেবেন ঋদ্ধি। এবার টুর্নামেন্ট কতটা সফল হয় তাই দেখার।