অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে অপরাজিত থেকেই গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া
Team India remains unbeaten in the U-19 Women's World Cup, topping the group

Truth Of Bengal: কুয়ালালামপুরে আয়োজিত অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। শুক্রবার ভারতীয় প্রমীলা বাহিনী ৬০ রানে হারাল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে। ভারতের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন গঙ্গাদি তৃষা। ৪৪ বল খেলে ৪৯ রান করেন তিনি। ম্যাচ জিতে অপরাজিত থেকেই পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল ভারত।
G Trisha’s authoritative knock in challenging conditions helped India make it 3/3 wins in the #U19WorldCup group stage! 💫 pic.twitter.com/PX9KJRCnyJ
— Women’s CricZone (@WomensCricZone) January 23, 2025
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ভারতীয় দল। তবে ভারতের দুই ওপেনার বৃহস্পতিবারের ম্যাচে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ভারতের শুরুটা ভাল হয়নি। তবে মাঝে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকলেও ম্যাচের ওভার কমানো হয়নি। তবে গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে ১০ বলে ১৬ রান করেন মিথিলা বিনোদ। তারপর ১৪ রান করেন জোসিথা এবং ১১ রান অধিনায়ক নিকি প্রসাদ। ভারতের বাকি সব ব্যাটাররা আর সেভাবে কেউই মাথা তুলতে পারেননি।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। তাদের দুই ওপেনার ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান। দ্বীপরাষ্ট্রের দেশটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন রাশমিকা। আর কোনও ব্যাটাররই দুই অক্ষের রান স্পর্শ করতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট দখল করেন শবনম, জোসিথা, পারুনিকা।