খেলা

জার্মানির বিপক্ষে লড়াইয়ের দল ঘোষণা

Team announcement against Germany

Truth of Bengal: আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য হকি ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হল ২২ সদস্যের দল। ভারতীয় দল জার্মানির বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আগামী ২৩ এবং ২৪ অক্টোবর। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন হরমনপ্রীত সিং এবং সহ-অধিনায়ক বিবেক সাগর প্রসাদ। এই দ্বিপাক্ষিক সিরিজে রাজিন্দর সিং এবং আদিত্য অর্জুনের আন্তর্জাতিক অভিষেক হবে।

স্কোয়াডে নাম রয়েছে কৃষাণ বাহাদুর পাঠক এবং সুরজ কারকেরা যারা ভারতের গোলপোস্ট পাহারা দেবেন। জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং, বরুণ কুমার, সঞ্জয় প্রতিরক্ষা লাইন তৈরি করবেন। দলে আরও রয়েছেন সুমিত, নীলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, বিষ্ণু কান্ত সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, মোহম্মদ রাহেন মুসিন এবং রাজিন্দর সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্রামে থাকা মনদীপ সিং ফিরছেন।

তার সঙ্গে দেখা যাবে সুখজিৎ সিং, অভিষেক, আদিত্য অর্জুন লালাগে, দিলপ্রীত সিং এবং শিলানন্দ লাকরা। দল নির্বাচনের বিষয়ে প্রধান কোচ ক্রেইগ ফুলটন বলেছেন, “আগামী সপ্তাহে রাজধানীর বুকে জার্মানির বিরুদ্ধে উত্তেজিত ম্যাচ হতে চলেছে । আমরা বেছে নিয়েছি একটি অভিজ্ঞ দলকে।

ব্রোঞ্জ পদক জয়ী প্যারিস অলিম্পিক্সের স্কোয়াড থেকে আমরা রাজিন্দর এবং আদিত্যকেও এই সিরিজে রূখেছি। জার্মানি সিরিজের জন্য ইন্ডিয়া স্কোয়াড গোলরক্ষক- কৃষাণ বাহাদুর পাঠক ,সুরজ কারকেরা ডিফেন্ডার থাকছেন-জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং , বরুণ কুমা, সঞ্জয়, সুমিত , নীলম সঞ্জীপ জেস মিডফিল্ডার হিসেবে খেলবেন-মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ (ভিসি), বিষ্ণু কান্ত সিং ,নীলকান্ত শর্মা।

Related Articles