খেলা

Success Story: রাজ্য স্তরের কিক বক্সিং চ্যাম্পিয়য়নশিপে গোল্ড মেডেল অর্জন করল নদিয়ার ৮ বছরের পূর্ণায়ন

Success Story: Nadia completes 8 years by winning gold medal in state level kick boxing championship

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ইছাপুরে আয়োজিত রাজ্য স্তরের কিক বক্সিং কম্পিটিশনে গোল্ড মেডেল পেল নদীয়ার কৃষ্ণনগরের ৮ বছরের খুদে পূর্ণায়ন সিংহ রায়। ছোট বেলা থেকেই জিমনাস্টিক করতো পূর্ণায়ন, তার পর বাবার ইচ্ছেতে ভর্তি হয় কিক বক্সিং এ, সেখানে প্রথমে প্রাথমিক পর্যায়ে জয় লাভ করে রাজ্যস্তরে সুযোগ পায় সে। তারপর শিক্ষক দের ট্রেনিং এবং নিজের বুদ্ধি মত্তার সাথে চ্যাম্পিয়নশিপ এ অংশ গ্রহণ করে ছোটদের বিভাগে জিতে নিল সোনার মেডেল। আর তাতেই খুশির হাওয়া সিংহ রায় পরিবারে।

পূর্ণয়নের বাবা, মা রীতি মতো তাঁদের ছেলের এই কাজে গর্বিত। গর্বিত হয়েছেন পূর্ণায়নের জিমনাস্টিকের শিক্ষক এবং কিক বক্সিং এর শিক্ষকও। তবে ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চায় পূর্ণায়ন। তবে বাবা মায়ের দাবি ছেলে যদি মনদিয়ে এই কিক বক্সিং এ অনুশীলন চালিয়ে যায় তাহলে ভিবিষ্যতে আরও বড় যায় গায় যেতে পারবে সে। যদিও এখন কিক বক্সিং খেলায় সেভাবে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। তবে এই ছোট ৮ বছরের খুদের প্রতিভা দেখে অনেকেই এখন আগ্রহী হবে এই খেলায় এমন তাই মত ক্রীড়া প্রেমীদের। তবে এই খুদের প্রতিভার কারনে নদীয়ার মুকুটে নতুন পালক যোগ করেছে বললেই একপ্রকার চলে।

Related Articles