খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় শ্রীলঙ্কার

Sri Lanka won the T20 series against the West Indies

Truth Of Bengal : টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় লঙ্কানদের।

ডাম্বুলায় তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২ ওভার ও ৯ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা। ১৬৩ রানের লক্ষ্যকে শুরু থেকে মামুলি বানিয়ে ফেলে পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ওপেনিং জুটি। এই জুটিতে ৫.২ ওভারে আসে ৬০ রান। ৩৯ রান করে নিশাঙ্কা আউট হলেও বাকি কাজটা শেষ করেন দুই কুশল, মেন্ডিস ও পেরেরা মিলে। দুজনের ১০৬ রানের জুটিতে ১৮ ওভারে শেষ হয় খেলা। কুশল মেন্ডিস ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেছেন ৬৮ রান। পেরেরা ৩৬ বলে ৭ চারে করেছেন ৫৫ রান।

আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে করে ১৬২ রান। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর মোতিকে নিয়ে ২৬ বলে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ২৭ বলে ৩৭ রান করেছেন পাওয়েল, মোতি ৩২ করেছেন ১৫ বলে।টি-২০ সিরিজের পর ২০ অক্টোবর পাল্লেকেলেতে হবে প্রথম ওয়ানডে ম্যাচ। দুই দলই খেলবে তিনটি ওয়ানডে।

Related Articles