খেলা

অলিম্পিকের শুরুতে হোঁচট আর্জেন্টিনার, জয় দিয়ে অভিযান শুরু স্পেনের

Spain started campaign with victory

The Truth of Bengal: অলিম্পিকের শুরুতেই হোঁচট বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর বিরুদ্ধে হার আর্জেন্টিনার। অন্যদিকে জয় দিয়ে অলিম্পিক শুরু স্পেনের। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক দিন আগেই বেশ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গেছে, ফুটবল যার মধ্যে অন্যতম। ফুটবলে পদকের লড়াইয়ের শুরুটা আর্জেন্টিনাকে দিয়ে হয়েছে বলে ক্রীড়াপ্রেমীদের আগ্রহও ছিল বেশি। তবে আর্জেন্টাইনদের গত বুধবার যে রকম তেতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিকে বিস্ময়করই বলতে হবে।২০২২ কাতার বিশ্বকাপে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো।

এবার অলিম্পিকের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকে দিল আফ্রিকার সিংহরা। তবে ইউরো চ্যাম্পিয়নরা জিতেই অলিম্পিক অভিযান শুরু করল। উজবেকিস্তানকে হারাল স্পেনের তরুণ ব্রিগেড। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলেন মেসির উত্তরসূরিরা। ম্যাচের মধ্যে একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার জেরে বারবার খেলা থামিয়েও দিতে হয়। শেষ পর্যন্ত সংযুক্ত সময়ের ১৫ মিনিটে গিয়ে দ্বিতীয় গোল আসে আর্জেন্টিনার খাতায়।

কিন্তু সংযুক্ত সময়ে আর্জেন্টিনা গোল করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মরক্কোর সমর্থকরা। বাধ্য হয়ে খেলা থামিয়ে দেন রেফারি। প্রায় দুঘণ্টা পরে খেলা শুরু হতেই বাতিল হয় আর্জেন্টিনার গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে হার মানে মেসির দেশ। সদ্য ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্পেন অবশ্য অলিম্পিক অভিযান শুরু করল চ্যাম্পিয়নের মেজাজে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২১ গোলে হারিয়ে অলিম্পিক অভিযান শুরু করলো আয়োজক দেশ ফ্রান্স।

Related Articles