খেলা

ভারত নাকি অস্ট্রেলিয়া কাকে এগিয়ে রাখছেন সৌরভ

Sourav Ganguly

The Truth of Bengal: বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ । এরই মাঝে সৌরভ গাঙ্গুলি চাইছেন এবার অস্ট্রেলিয়াকে দুরমুশ করুক ভারত । ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।তখন সৌরভ দলের অধিনায়ক ছিলেন । তার দল পারেনি , কিন্তু এবার যেন রোহিত ব্রিগেড পারে তাই চান প্রিন্স অব ক্যালকাটা। বিশ্বকাপ ফাইনালর জন্য উত্তেজনায় ফুটছে গোটা ভারত। তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নে বিভোর গোটা দেশ। আগুন ফর্মে রয়েছেন বিরাট কোহলি ও মহম্মদ সামি। এই আবহে ফাইনাল ম্য়াচ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপামর দেশবাসীর মতো তিনিও চান। ভারত এবার কাপ জিতুক ।

অহমেদাবাদের ম্যাচের জন্য রোহিত-বিরাটদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে ঝড় তুলেছে ভারত। শামির দুর্দান্ত পারফরম্যান্স। তার পরেই শামী বলেন  ‘২০১৫ এবং ২০১৯ সালে সেমি থকে বিদায় ‌নেওয়াটা হতাশাজনক ছিল। এবার সেই বাধা অতিক্রম করা গিয়েছে। আমাদের সামনে কাপ জয়ের সুযোগ। জানি না আমি আর এমন সুযোগ পাবো কিনা। তাই ফাইনালে নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।’গোটা দেশ ই এক বাক্যে গলা ফাটাবেন রোহিতদের জন্য।

এবারের বিশ্বকাপে ভারতের পর সব থেকে ধারাবাহিক দলের একটি দক্ষিণ আফ্রিকা। আসরের সবচেয়ে বড় দলীয় সংগ্রহ গড়েছিলেন এই প্রোটিয়ারাই। কিন্তু তারাও ছিটকে গিয়েছে । সেই জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। মহম্মদ সামির বিশ্বকাপে ৬টি ম্যাচে ২৩ উইকেটে পেয়েছেন তিনি। প্রথম দিকের ম্যাচগুলিতে খেলেননি তিনি। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় টিমে আসেন এই পেসার। ইতিমধ্যেই ২টি ম্যাচে ৫টি একটি সেমি ফাইনালে ৭টি উইকেট পেয়েছেন তিনি। ফাইনালে ভারত তে দুরন্ত পারফরম্যান্স করে রেকর্ড গড়বে তা স্পষ্ট। সৌরভ নিজেও তা চান।

Related Articles