খেলা

বিদেশের মাটিতে সৌরভ ডোনা ! কী করছেন প্রিন্স অব ক্যালকাটা

Sourav Dona on foreign soil! What is Prince of Calcutta doing?

The Truth Of Bengal: ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা দেশবাসীর মধ্যে। সে উত্তেজনা দেখা যায় প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যেও। সে কারণেই তো ভারত পাকিস্তান ম্যাচ দেখতে বিদেশের ছুটে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।না , তিনি একা যাননি । সঙ্গে ছিল তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে ভারত পাকিস্তান ম্যাচ টুকুই যে তারা উপভোগ করেছেন তা নয়। তার পাশাপাশি বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে উঠছেন তারা। দেখা করেছেন একমাত্র কন্যা সানার সঙ্গেও।

আর সেই সবটা ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। নিউইয়র্কে ঘোরার ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ডোনা শেয়ার করেছেন তেমনি শেয়ার করেছেন সৌরভ ও। ডোনা গঙ্গোপাধ্যায় তার ইন্সটাগ্রামে যে ছবি শেয়ার করেছেন সেখানে সৌরভ ডোনাকে একসঙ্গে দেখা যাচ্ছে। হাসিমুখে বোটে রয়েছেন দুজনই ক্যাপশনে লিখেছেন ডাউন দ্য রিভার , কেমব্রিজ। তাতে লাইক কমেন্ট করতে ভোলেন নি সমর্থকেরা।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

সমর্থকদের নানান রকম প্রশ্ন নারায়ণ রকম মন্তব্য রয়েছে কমেন্ট সেকশনে।অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করেছেন মেয়ে সানাকে নিয়ে ছবি । সেখানে অবশ্য স্ত্রী ডোনা । বাবা মেয়ের হাসিমুখে পোস্ট করা ছবি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বয়েছে লাইক কমেন্ট এর বন্যা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিমিং ডেকে সাপোর্ট করার জন্যই সৌরভ পৌঁছে ছিলেন বিদেশে।

 

 

Related Articles