সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নতুন ব্যাটিং কোচ সীতাংশু
Sitangshu is India's new batting coach in limited overs cricket

Truth of Bengal: ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী হতে হয়েছিল। তারপরই গম্ভীরের দলের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। এরপর সামনেই ভারত ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে। সংবাদপত্র সূত্রে খবর, সেই সিরিজের জন্য বৃহস্পতিবার ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে নতুন কোচ হিসাবে সীতাংশু কোটাককে নিযুক্ত করা হয়েছে। এবং কোটাক আগামী শনিবার ভারতীয় দলের অনুশীলনে যোগ দেবেন বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় সিনিয়র পুরুষ দলে কোনও ব্যটিং কোচ নেই। কাজেই সেই জায়গায় এবার কোটাককে বসিয়ে ইংল্যান্ড সিরিজের আগে একপ্রকার চমকই দিল বিসিসিআই।
উল্লেখ্য, কোটাক ঘরোয়া ক্রিকেটে একজন বাঁ হাতি ব্যাটার হিসাবে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। মোট ১৩০টি ম্যাচে ১৫টি শতরান সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর মোট রানসংখ্যা ৮,০০০ হাজারের ওপর।
খেলা ছাড়ার পর বিভিন্ন সময় ভারতীয় এ দলের হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এখন কোটাককে ভারতীয় দলের ব্যাটিং কোচ করে বোর্ড কার্যতপক্ষে অভিষেক নায়ারদের ওপর চাপ সৃষ্টি করল।