খেলা

ফের নিলামে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

Sir Don Bradman's baggy green is up for auction again

Truth Of Bengal: লিজেন্ড ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন আবারও উঠতে চলেছে নিলামে। যে টুপিটি পড়ে স্যার ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ সালে তাঁর দেশ অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বের অন্যতম নিলামকারী প্রতিষ্ঠান বোনহামসের মাধ্যমে ডনের এই ব্যাগি গ্রিন ফের নিলামে তোলা হবে আগামী সপ্তাহে। এটি নিলামকারী সংস্থার অস্ট্রেলিয়ার সিডনির অফিসে রাখা থাকবে বলেও জানা গিয়েছে। ব্র্যাডম্যানের ব্যবহৃত এই ব্যাগি গ্রিনের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ৩ কোটি ৩ লক্ষ টাকা।

প্রসঙ্গত, যদি শেষ পর্যন্ত এই দামে বিশ্ববিখ্যাত ক্রিকেটারের টুপিটি বিক্রি হয় তাহলেও তা কিন্তু প্রয়াত কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের বগি গ্রিনের দামকে ছাপিয়ে যেতে পারবে না। কেননা ২০২০ সালে বিক্রি হওয়া ওয়ার্নের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ১০ লক্ষ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৭ কোটি ৩ লক্ষ টাকা।

উল্লেখ্য, স্যার ডন ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ সালে বিদেশের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন,এবং সিরিজ শেষে তিনি তাঁর প্রিয় এই ব্যাগি গ্রিন টুপিটি উপহার দিয়েছিলেন পঙ্কজ গুপ্তকে। তারপর তিনি তা দিয়ে দেন প্রবীর কুমার বসু নামে এক ব্যক্তিকে। এভাবেই একের পর এক হাত ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত স্যার ব্র্যান্ডম্যানের এই প্রিয় টুপিটি প্রথমবার নিলামে ওঠেছিল ২০০৩ সালে।

Related Articles