খেলা

পিঙ্ক বলের টেস্টের আগেই অনুশীলনে ফিরলেন শুভমন

Shubman returns to practice ahead of pink ball test

Truth Of Bengal: আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বলের দিবারাত্র টেস্ট। চলতি বছর বর্ডার-গাভাসকর পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ভারতীয় দল এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। এছাড়া অ্যাডিলেড টেস্টের আগে টিম ইন্ডিয়া শিবিরে সবচেয়ে খুশির খবর হল, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমন গিল চোট সারিয়ে অনুশীলেন যোগ দিয়েছেন। যা বেশ কিছুটা স্বস্তি দিচ্ছে গৌতম গম্ভীরের দলকে।

প্রসঙ্গত, পারথ টেস্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। সেই কারণেই পারথে লাল বলের টেস্টে তাঁকে ছাড়াই দল নামাতে টিম ইন্ডিয়াকে। তবে শুভমন কবে মাঠে ফিরবেন, তা নিয়ে একটি জল্পনা চলছিলই। মাঝে শোনা গিয়েছিল, আঙুলের চোট সারিয়ে শুভমনের দলে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে।

কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে ব্যাট হাতে শুক্রবার দলের অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিল। যার ফলে বেশ কিছুটা স্বস্তি ফিরে এল ভারতীয় শিবিরে। তবে শুভমনকে শুক্রবার থেকে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে দলে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও স্পষ্ট করেননি টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, পারথের ম্যাচে শুভমন খেলতে না পারায়, তাঁর বদলে দলে জায়গা পেয়েছিলেন দেবদূত পাড়িক্কল। কিন্তু দেবদূত প্রথম টেস্টে সুযোগ পেয়েও নজর কাড়তে পারেননি। এদিকে যদি শুভমনকে দলে পাওয়া যায়, তাহলে চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়তে হবে পাড়িক্কলকে। এমনকি রোহিত দলে ফিরলে পরিবর্তন হবে দলের ব্যাটিং অর্ডারেও। কেননা, যশস্বীর সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রোহিত নামবেন। সেক্ষেত্রে কেএল রাহুলকে চলে আসতে হবে ছয় নম্বরে।

কেননা, অ্যাডিলেড টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাঠেই ৩৬ রানে অস্ট্রেলিয়ার কাছে বাণ্ডিল হতে হয়েছিল ভারতকে। কাজেই এবার পিঙ্ক বলের টেস্ট ভারতের কাছে বদলার একটা সুযোগ রয়েছে এবার। দেখা যাক শেষ পর্যন্ত এবার এই টেস্টে ভারত কি রকম পারফরম্যান্স করে তার দিকেই নজর থাকবে সকলের।

Related Articles