দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত শুভমন, দ্বিতীয় টেস্টে গিলকে ছাড়াই নামবে ভারত
ফলে শুভমন না থাকলে এই টেস্টেও দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে উইকেটরক্ষক ঋষভ পন্থকে।
Truth Of Bengal: ইডেনে প্রথম টেস্টে ব্যাটিং করার সময়ই ঘাড়ের ব্যথায় মাঠ ছেড়েছিলেন শুভমন। এমনকি তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি থাকতে হয়েছিল। তারপরই শুভমনকে ঘিরে জল্পনা বাড়তে থাকে, গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে শুভমন আদৌ খেলতে পারবেন কি না সেই বিষয় নিয়ে। এদিকে শুভমন হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে এখনও চিকিৎসকদের অবজারভেশনেই থাকতে হবে বলে জানা গিয়েছে। কিন্তু মঙ্গলবার গুয়াহাটি রওয়ানা হওয়ার আগে ইডেনে রুটিন অনুশীলন ছিল টিম ইন্ডিয়ার। অনুশীলনে দলের সকলে এলেও দেখা মেলেনি টিম ইন্ডিয়ার অধিনায়কের। তারফলেই জল্পনা আরও বাড়তে থাকে শুভমনকে নিয়ে।
এরপরই এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট খেলার জন্য দলের সঙ্গে শুভমনের যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে শুভমন না থাকলে এই টেস্টেও দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে উইকেটরক্ষক ঋষভ পন্থকে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ মাধ্যমের কাছে শুভমনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পেলেও শুভমন এখনও পুরোপুরি সুস্থ নন। ওর ঘাড়ে এখনও ব্যথা আছে। চিকিৎসকরা শুভমনকে উপায়ও বলে দিয়েছেন কিভাবে ব্যথা কমাতে হবে।’ প্রসঙ্গত, শুভমন মঙ্গলবার দলের অনুশীলনে অনুপস্থিত থাকলেও ধ্রুব জুড়েল, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দররা নেটে অনুশীলন করেছেন। এবং তাঁদের শরীরী ভাষাই যেন বলে দিচ্ছিল দ্বিতীয় টেস্টে তাঁরা দারুণভাবে ফিরে আসতে চাইছেন।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে গিলের পরিবর্তে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন হয়ত ওপেনার হিসেবে যশস্বীর সঙ্গী হবেন সাই সুর্দশন। এবং যেহেতু নীতীশ রেড্ডিকে দলে ডাকা হয়েছে, ফলে আরও একজন অলরাউন্ডার দলে আসার ফলে কাকে কাকে সুযোগ দেওয়া হয় দ্বিতীয় টেস্টে তা অবশ্য সময়ই বলবে।






